ভারতের পারফরম্যান্সে ক্ষুদ্ধ কপিল দেব

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ড সফরটি দুঃস্বপ্নের মতো কাটছে ভারতের। কিউইদের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ ৫-০ ব্যবধানে জিতলেও। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে কেন উইলিয়ামসনের দলের কাছে হোয়াইটওয়াশ হয়েছে ভারত।
প্রথম টেস্টেও বড় ব্যবধানে হেরেছে বিরাট কোহলির দল। এমন পারফরম্যান্সের পর ভারতীয় দলের কড়া সমালোচনা করেছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব। নির্বাচকদের প্রতিও নিজের সব ক্ষোভ উগরে দিয়েছেন তিনি।

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২২৪ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২০৪ রান করা রাহুলকে কেন টেস্ট দলে রাখা হয়নি এটা নিয়েও প্রশ্ন তুলেছেন কপিল। শুধু শুধু দলে একাধিক পরিবর্তনের পক্ষে নন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলে কেন এত পরিবর্তন করা হচ্ছে? দল এমনভাবে নির্বাচন করা উচিত যাতে খেলোয়াড়েরা সাহস পায়, আত্মবিশ্বাস পায়। খামোখা একাধিক পরিবর্তন করার কোনো মানে নেই। আমাদের নির্বাচক কমিটি ফরম্যাট ভেদে আলাদা আলাদা দল নির্বাচন করতে যায়। এটা করতে গিয়ে অনেক ফর্মে থাকা খেলোয়াড়দের বসিয়ে রাখছে তাঁরা। লোকেশ রাহুল তো দারুণ ফর্মে ছিল। টেস্ট সিরিজে কেন ওকে বসিয়ে রাখা হলো? কোনো ক্রিকেটার ফর্মে থাকলে তাকে প্রতিটা ফরম্যাটেই খেলান উচিত।’
দলে ধারাবাহিক পরিবর্তন বিরূপ প্রভাব ফেলে বলে ধারণা ভারতের এই সাবেক অধিনায়কের, ‘ম্যাচগুলো ভালো ভাবে বিশ্লেষণ করলে আমরা দেখব, প্রতিটি ম্যাচেই নতুন দল খেলতে নামছে। দলে কারও জায়গাই পাকা নয়। একজন খেলোয়াড়ের জায়গা যদি দলে নিশ্চিত না হয়, তাহলে সেটা সেই খেলোয়াড়ের ক্রিকেটারের ফর্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।’