promotional_ad

স্ত্রীর কথা রাখতেই মুমিনুলের জার্সি নম্বর বদল

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ক্রিকেটে ১০ নম্বর জার্সি মানেই শচীন টেন্ডুককার-শহীদ আফ্রিদি। বছরের পর বছর খেলে যাওয়া এসব তারকা ক্রিকেটারদের ক্রিকেটপ্রেমীরা যেভাবে নামে চেনেন তেমনই জার্সির নম্বরও বড় ভূমিকা পালন করে তাঁদেরকে চেনাতে।


বাংলাদেশের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ৭৫ নম্বর গায়ে দেশের কলার উঁচু করে চলেছেন লম্বা সময় ধরে। ৭৫ মানেই সাকিব, সাকিব মানেই ৭৫! আবার ভারতের মহেন্দ্র সিং ধোনির জার্সি নম্বর কার না জানা? ৭ নম্বর বা লাকি সেভেন।



promotional_ad

সব ক্রিকেট খেলুড়ে দেশের ৭ নম্বর জার্সি পরিধানকৃত খেলোয়াড় আছেন বা ছিলেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটার দেখা পাওয়া যায়নি অনেকদিন। তরুণ লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবকে অবশ্য ৭ নম্বর জার্সি গায়ে দেখা গেছে টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে হয়তো এই ৭ তার আর থাকছে না! কারণ টেস্ট দলপতি মুমিনুল হকের জার্সি নম্বর এখন ৭। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে জার্সি নম্বর বদলে ফেলেছেন তিনি। ৬৮ ফেলে গায়ে জড়িয়েছেন ৭ নম্বর। 


হুট করে জার্সি নম্বর বদলানোর সঙ্গে ভাগ্যও বদলাতে শুরু করেছে মুমিনুলের। ১৫ মাস পর টেস্টে সেঞ্চুরি পাওয়ার পাশাপাশি অধিনায়ক হিসেবে প্রথম জয়ের স্বাদ পেয়েছেন। তবে এই জার্সি নম্বর বদলে ফেলার পেছনের কারিগর আরেকজন!


জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে এই রহস্য জানাননি মুমিনুল। তবে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপে বলেছেন, `আমার স্ত্রী (ফারিয়া) বলেছিল জার্সি নম্বর বদলাতে।' স্ত্রীর কথাতে জার্সি নম্বর বদলে প্রথম টেস্টেই সুফল পেয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।



প্রথম ইনিংসে ১৩২ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন মুমিনুল। ০৭ নম্বর জার্সি পরে মাঠে নামা মুমিনুল ১৪ ইনিংস পর সেঞ্চুরির দেখা পেয়েছেন টেস্ট অধিনায়ক। 


অবশ্য টেস্ট ক্রিকেটে জার্সির পেছনে নাম ও নম্বর যোগ হওয়ার বেশিদিন হয়নি। টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হওয়ার পর নাম ও নম্বর সম্বলিত জার্সির রীতি চালু করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball