promotional_ad

নাঈমকে সময় দেয়ার অনুরোধ জানালেন মুমিনুল

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় নাঈম হাসানের। ১৯ বছর বয়সী এই অফ স্পিনারের এখনও অনেক বন্ধুর পথ পাড়ি দেয়ার বাকি রয়েছে। নাঈমকে নিয়ে তাই এখনই খুব বেশি মাতামাতি করতে মানা করেছেন বাংলাদেশ টেস্ট দলপতি মুমিনুল হক। 


জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন নাঈম। প্রথম ইনিংসে ৪ উইকেট শিকার করার পর দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন আপে ধ্বস নামান তিনি। তাঁর বোলিং ঘূর্ণিতে সফরকারীদের ইনিংস এবং ১০৬ রানে পরাজিত করে বাংলাদেশ। 



promotional_ad

নাঈমকে আরো সময় দেয়ার অনুরোধ জানিয়ে সাংবাদিকদের মুমিনুল বলেন, 'দেখুন নাঈম মাত্র ক্যারিয়ার শুরু করলো। আমি এটা নিয়ে খুব বেশি বলতে চাই না। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করবো যে ওকে একটু সময় দিন। আপনারা এই অনুরোধ রাখলে ভালো হবে।'


নাঈমের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই মুমিনুলের। তাঁর বোলিংয়ের ভূয়সী প্রশংসা করতে তাই ভোলেননি বাংলাদেশ অধিনায়ক। একই সঙ্গে আগামীতে তরুণ এই স্পিনার আরো ভালো করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 


মুমিনুলের ভাষ্যমতে, 'নাঈম মাত্র ক্যারিয়ার শুরু করেছে, এখনও অনেক বাকি আছে। সে অনেক ভালো বোলিং করেছে মাশাল্লাহ। আশা করি আরো ভালো করবে। এটা নিয়ে আমি খুব বেশি বলতে চাই না, মানে আউটস্ট্যান্ডিং টাইপ কিছু বলতে চাই না। ওর অনেক কিছু করার বাকি আছে। ধীর ধীরে সে উন্নতি করবে, আরো করতে হবে। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুতে বুঝা যায় না। আমার কাছে মনে হয় ওকে আরো উন্নতি করতে হবে।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball