ইনিংস হারের পথে জিম্বাবুয়ে

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়ে প্রথম ইনিংসঃ ২৬৫/১০ (১০৬.৩ ওভার) (আরভিন ১০৭, মাসভাউরে ৬৪; নাঈম ৪/৭০, রাহি ৪/৭১)
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৫৬০/৬ (১৫৪ ওভার) (ইনিংস ঘোষণা) (মুশফিক ২০৩*, মুমিনুল ১৩২, শান্ত ৭১, লিটন ৫৩; এনডিলোভু ২/১৭০)
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসঃ ১৭০/৮ (৪৮.৩ ওভার)

জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে ৫৬০ রান করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ রানে ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। ঢাকা টেস্টের চতুর্থ দিন ব্যাট করছে দলটি।
ইনিংস হারের পথে জিম্বাবুয়েঃ
মধ্যাহ্নভোজের বিরতির পর সিকান্দার রাজাকে হারায় জিম্বাবুয়ে। তিনি ৩৭ রান করে তাইজুল ইসলামের বলে মুশফিকের হাতে ক্যাচ দেন মিড উইকেটে। এরপর পানি পানের বিরতির ঠিক আগে রেগিস চাকাভাকে ফেরান তাইজুল। আর তাতেই ইনিংস হারের শঙ্কায় পড়ে জিম্বাবুয়ে।
রান আউটে ফিরলেন আরভিনঃ
চতুর্থ দিন সকালেই দুই উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক ক্রেইগ আরভিন এবং সিকান্দার রাজা। ৪৩ রান করা আরভিন রান আউট হয়ে ফিরলে এই জুটি ভাঙে। সিকান্দার রাজা ৩৩ এবং টিমিসেন মারুমা ৩ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে।
চতুর্থ দিনও চলছে নাঈম শোঃ
আগের দিনই ২ উইকেট তুলে নিয়েছিলেন নাঈম হাসান। চতুর্থ দিন বোলিং করতে এসে ১৭ রান করা ব্র্যান্ডন টেলরকে তাইজুলের ক্যাচ বানিয়ে আউট করেন এই তরুণ অফ স্পিনার।
দিনের প্রথম উইকেট তাইজুলেরঃ
চতুর্থ দিনের শুরু থেকেই দারুণ বোলিং করছিলেন তাইজুল ইসলাম এবং আবু জায়েদ রাহি। দিনের সপ্তম ওভারেই এর প্রতিদান পেয়েছেন তাইজুল। তাঁর লেগ স্টাম্পের পা বাড়িয়ে খেলতে চেয়েছিলেন কাসুজা। বলটি ব্যাটের কানা ছুঁয়ে ক্যাচ যায় দ্বিতীয় স্লিপে মোহাম্মদ মিঠুনের হাতে। ৩৪ বলে ১০ রান করে ফেরেন কাসুজা।