সম্ভাবনার জোরে জায়গা পাওয়ার দিন শেষ বাটলারের!

ছবি: ছবিঃ ইসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলার মনে করেন সম্ভাবনার জোরে জাতীয় দলে জায়গা পাওয়ার দিন ফুরিয়ে গেছে তাঁর। যদিও তিনি আত্মবিশ্বাসী বাজে ফর্ম কাটিয়ে দ্রুতই ফর্মে ফেরার ব্যাপারে।
টেস্ট দলে নিয়মিত হলেও সীমিত ওভারের দলে নিয়মিত নন বাটলার। টেস্টে তাঁর ফর্মটাও ভালো যাচ্ছে না। সর্বশেষ ১০ ইনিংসে তিনি কোনো হাফ সেঞ্চুরি করতে পারেননি।

যদিও শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজের দলে আছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এটাকেই নিজেকে প্রমাণের মঞ্চ হিসেবে দেখছেন বাটলার।
এ প্রসঙ্গে বাটলার বলেছেন, 'আমি প্রচুর আত্মবিশ্বাস পেয়েছি এবং এর বেশিরভাগই প্রত্যাশা পূরণের ব্যাপারে। সম্ভাবনার জোরে জায়গা পাওয়ার জন্য আমি এখন অনেক বয়স্ক। কিন্তু আমি মনে করি আমার যে পর্যায়ে যাওয়ার প্রয়োজন ছিল আমি সেই পর্যায়ে যেতে পারিনি। এটাই আমার চালিকা শক্তি।'
বাটলার মনে করেন তিনি যেভাবে খেলতে পারেন সেভাবে খেলতে পারেননি। যদিও এখনও নিজের প্রত্যাশা পূরণের সময় আছে বলে মনে করেন তিনি। নিজেকে বদলে ফেলে সেরা ক্রিকেটটা খেলাই লক্ষ্য বাটলারের।
তিনি বলেছেন, 'আমি যেভাবে খেলতে পছন্দ করি সেভাবে আমি খেলতে পারিনি। কিন্তু আপনি রাতারাতি খারাপ খেলোয়াড় হয়ে যাবেন না। তাই আমি কিছুটা বিশ্বাস ফেরাতে চাই এবং আমি আমার সেরাটা খেলতে চায়।'