promotional_ad

আমার মাথাটা অন্যদের চেয়ে একটু ভালোঃ মুশফিক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মুশফিকুর রহিমের ক্রিকেটীয় মস্তিষ্ক নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যাট হাতে নিয়মিত মস্তিশকের দৃঢ়তা দেখিয়ে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।


জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ৩১৮ বলে ২৮ চারে ২০৩ রানে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংস খেলার পথে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রানের মালিকানা নিজের করে নিয়েছেন মুশফিক।



promotional_ad

এমন ইনিংসের পর মুশফিক জানিয়েছেন, তাঁর মাথাটা অন্যদের চেয়ে একটু ভালো। এটাই তিনি কাজে লাগানোর চেষ্টা করেন। নিজের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করেন নিয়মিত। এভাবেই সফল হচ্ছেন তিনি।


মুশফিক বলেছেন, 'আল্লাহ সবাইকে সব কিছু দেয় না। আল্লাহ আমাকে একটা জিনিস দিয়েছে মাথাটা অন্যদের চেয়ে একটু ভালো। যেটা আমি সবসময় কাজে লাগানোর চেষ্টা করি। আমি আমার সীমাবদ্ধতা জানি। কখন কি করতে হয় সেটা করার চেষ্টা করি। ভুলগুলো থেকে যেন শিখতে পারি এই কাজটা আমি করি।'


নিজেকে আহামরি কোনো ব্যাটসম্যান মনে করেন না মুশফিক। নিজের খেলার রিপ্লে বা হাইলাইটস দেখে তামিমের মতো ড্রাইভ বা সাকিবের মতো কাটের আফসোসে পুড়েন তিনিও। এমনটাই জানিয়েছেন মুশফিক।



তিনি বলেছেন, 'আমি যখন আমার ব্যাটিংয়ের রিপ্লে দেখি বা হাইলাইটসগুলো দেখি সত্যি বলতে আমার কাছে সে রকম ভালো লাগে না। সত্যি করে বলছি। আমার মনে হয় ইশ যদি তামিমের মতো ওই ড্রাইভটা খেলতে পারতাম। বা সাকিবের মতো যদি এই কাটটা খেলতে পারতাম। অনেক কিছু মনে হয় তামিম পারে আমি পারি না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball