আমার মাথাটা অন্যদের চেয়ে একটু ভালোঃ মুশফিক

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মুশফিকুর রহিমের ক্রিকেটীয় মস্তিষ্ক নিয়ে কোনো সন্দেহ নেই। ব্যাট হাতে নিয়মিত মস্তিশকের দৃঢ়তা দেখিয়ে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। সোমবার (২৪ ফেব্রুয়ারি) ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ৩১৮ বলে ২৮ চারে ২০৩ রানে অপরাজিত থাকেন তিনি। এই ইনিংস খেলার পথে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ টেস্ট রানের মালিকানা নিজের করে নিয়েছেন মুশফিক।

এমন ইনিংসের পর মুশফিক জানিয়েছেন, তাঁর মাথাটা অন্যদের চেয়ে একটু ভালো। এটাই তিনি কাজে লাগানোর চেষ্টা করেন। নিজের ভুলগুলো থেকে শেখার চেষ্টা করেন নিয়মিত। এভাবেই সফল হচ্ছেন তিনি।
মুশফিক বলেছেন, 'আল্লাহ সবাইকে সব কিছু দেয় না। আল্লাহ আমাকে একটা জিনিস দিয়েছে মাথাটা অন্যদের চেয়ে একটু ভালো। যেটা আমি সবসময় কাজে লাগানোর চেষ্টা করি। আমি আমার সীমাবদ্ধতা জানি। কখন কি করতে হয় সেটা করার চেষ্টা করি। ভুলগুলো থেকে যেন শিখতে পারি এই কাজটা আমি করি।'
নিজেকে আহামরি কোনো ব্যাটসম্যান মনে করেন না মুশফিক। নিজের খেলার রিপ্লে বা হাইলাইটস দেখে তামিমের মতো ড্রাইভ বা সাকিবের মতো কাটের আফসোসে পুড়েন তিনিও। এমনটাই জানিয়েছেন মুশফিক।
তিনি বলেছেন, 'আমি যখন আমার ব্যাটিংয়ের রিপ্লে দেখি বা হাইলাইটসগুলো দেখি সত্যি বলতে আমার কাছে সে রকম ভালো লাগে না। সত্যি করে বলছি। আমার মনে হয় ইশ যদি তামিমের মতো ওই ড্রাইভটা খেলতে পারতাম। বা সাকিবের মতো যদি এই কাটটা খেলতে পারতাম। অনেক কিছু মনে হয় তামিম পারে আমি পারি না।'