promotional_ad

নেতৃত্বের জন্য মুমিনুলই যোগ্যঃ মুশফিক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সাকিব আল হাসান নিষিদ্ধ থাকায় বাংলাদেশের টেস্টের নেতৃত্ব ভার পেয়েছেন মুমিনুল হক। তাঁর নেতৃত্বে প্রথম তিন টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এমন অবস্থায় তাঁর নেতৃত্ব গুণ নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন।


যদিও এমন অবস্থায় বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে পাশে পাচ্ছেন মুমিনুল। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে মুশফিক জানিয়েছেন, তাঁর চোখে নেতৃত্বের জন্য মুমিনুলই যোগ্য ব্যক্তি।



promotional_ad

এ প্রসঙ্গে মুশফিক বলেন, 'আমি মনে করি মুমিনুল বাংলাদেশের সেরা টেস্ট ব্যাটসম্যান। আমি মনে করি টেস্টে নেতৃত্বের জন্য সেই উপযুক্ত ব্যক্তি। ওর পার্সনালিটি বলেন, ও যত ছোটোই হোক সে বিশ্বমানের। ও কিন্তু অনেক প্রেশারে ছিল সেখান থেকে এসে এমন ইনিংস খেলা অসাধারণ। আমি ওর সাথে সবসময়য় যেকোনো ইনিংসে ইনজয় করি। আমি আগেও বলেছি। আমার আগের ডাবল সেঞ্চুরি ওর সাথে ছিল মানে অনেকক্ষণ ব্যাটিং করেছি।'


ঢাকা টেস্টে ২৩৪ বলে ১৩২ রানের ইনিংস খেলেছেন মুমিনুল। অধিনায়ক হিসেবে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি। এই ইনিংসের মাধ্যমে মুমিনুল অধিনায়কত্বের চাপ কাটিয়ে উঠেছেন বলেই মনে করেন মুশফিক। দলের সবাই সহায়তা করলে সামনে মুমিনুল আরও ভালো করবেন বলে বিশ্বাস মুশফিকের।


মুশফিক বলেছেন,  'আমার মনে হয় সে চ্যাম্পিয়ন প্লেয়ার। এই ধরণের প্লেয়াররা তখনই কাম ব্যাক করে যখন সে চাপে থাকে। ভবিষ্যতে সে আরও ভালো করবে। আমাদের যদি আরও সাপোর্ট পায় আরও ভালো করবে।'
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball