বিসিএলে একই দিনে ১৫ উইকেটের পতন
ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে পূর্বাঞ্চলের বিপক্ষে ৩৩৮ রানে এগিয়ে আছে দক্ষিণাঞ্চল। ম্যাচের তৃতীয় দিনে ২৭৩ রানে অলআউট হয় পূর্বাঞ্চল। প্রথম ইনিংসে ৪৮৬ রান করা দক্ষিণাঞ্চল নিজেদের দ্বিতীয় ইনিংসে করে আট উইকেটে ১২৫ রান। ম্যাচের তৃতীয় দিনে দুই দলের মোট ১৫ উইকেটের পতন হয়।
পূর্বাঞ্চলের বোলারদের মধ্যে আবু হায়দার রনি চারটি এবং হাসান মাহমুদ ও রুয়েল মিয়া দুটি করে উইকেট লাভ করেন। দক্ষিণাঞ্চলের ইনিংসে সর্বোচ্চ ৪১ রান করে অপরাজিত আছেন মেহেদী হাসান।

এ ছাড়া ১৭ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। শামসুর রহমান শুভ ১৬ ও এনামুল হক বিজয় ১০ রান করেন। আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানও স্পর্শ করেননি।
তার আগে পূর্বাঞ্চলের ইনিংসে দ্বিতীয় দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মাহমুদুল হাসান ও আফিফ হোসেন ধ্রুব চেষ্টা করলেও উইকেটে বেশিক্ষন থাকতে পারেননি। মাহমুদুল করেন ৩৩ রান। আফিফের ব্যাটে আসে ৪৭ রান।
এরপর উইকেটরক্ষক জাকির হাসানকে নিয়ে দলের হাল ধরেন তানজিদ হাসান তামিম। যুব দলের এই ওপেনার অভিষিক্ত ম্যাচে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। বিকেএসপিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি পাওয়ার পর এই ফাইনালে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে তোলেন তিনি।
যদিও ৮২ রানে ফিরে যেতে হয় তাঁকে। এছাড়া জাকির ফিরে যান ১০ রানে। দক্ষিণাঞ্চলের হয়ে সাত উইকেট নেন অধিনায়ক আব্দুর রাজ্জাক।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ৪৮৬/১০ (১৩৯ ওভার)
(রেজা ১০৩*, রাব্বি ৮৬, বিজয় ৭৬; আশরাফুল ২/১৩)
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ২৭৩/১০ (৮৬.৩ ওভার)
(তামিম ৮২, আফিফ ৪৭; রাজ্জাক ৭/১০২)
দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ১২৫/৮ (৩০.১ ওভার)
(শামসুর ১৭; রনি ৪/৫১, রুয়েল ২/২২, হাসান ২/২২)