মিরপুরে বাংলাদেশের ‘ম’ ময় দিন
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সিরিজের একমাত্র টেস্ট ম্যাচে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ছয় উইকেটে ৫৬০ রান করে ইনিংস ঘোষণা করেছেন বাংলাদেশ। অপরাজিত ডাবল সেঞ্চুরি হাকিয়েছেন মুশফিকুর রহিম, সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল হক। এদিন যেন ‘ম’ ময় ছিল গোটা মিরপুর।
প্রথম ইনিংসে ২৬৫ রান করা জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসে করেছে দুই উইকেটে নয় রান। বাংলাদেশ থেকে আরও ২৮৬ রান পিছিয়ে আছে দলটি।
তিন উইকেটে ২৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান মুমিনুল ও মুশফিক প্রথম সেশন দারুণভাবে পার করেন। টেস্ট ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। অধিনায়ক হিসেবে এটাই তাঁর প্রথম সেঞ্চুরি।

এই টেস্ট শুরুর আগের দিন মুমিনুল বলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে অন্তত একটি সেঞ্চুরি করবে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান। এবার সেই কথা নিজেই রাখলেন মুমিনুল। পরে অবশ্য মুশফিকও যোগ দেন তাতে।
টেস্ট ক্যারিয়ারে নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নেন মুশফিক। ১৬০তম বলে চার হাকিয়ে এই কীর্তিতে পৌঁছান মুশফিক। মুমিনুলের সঙ্গে মুশফিক ২২২ রানের জুটি গড়েন। দুর্ভাগ্য মুমিনুলের! অসাধারণ ইনিংস খেলার পথে এনডিলোভু বলে তাঁকেই ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
২৩৪ বলে করা মুমিনুলের ১৩২ রানের ইনিংসে ছিল ১৪টি চারের মার। মুমিনুল ফেরার পর চটজলদি ফিরে যান মোহাম্মদ মিঠুন। ব্যক্তিগত ১৭ রানে সেই এনডিলোভুর বলেই ফিরে যান তিনি।
তারপর লিটন দাসকে সঙ্গে নিয়ে দেড়শ রান পার করেন মুশফিক। ষষ্ঠ উইকেট জুটিতে এই দুজন তোলেন ১১১ রান। ৯৫ বলে পাঁচটি চারের সাহায্যে ৫৩ রান করে সিকান্দার রাজার বলে ফিরে যান লিটন।
এরপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি তুলে নেন মুশফিক। অধিনায়ক মুমিনুল ইনিংস ঘোষণা করার আগে মুশফিক করেন ৩১৮ বলে ২৮টি চারে ২০৩* রান। তাইজুল অপরাজিত থাকেন ১৪ রানে।
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের টানা দুই বলে ওপেনার প্রিন্স মাসভাউরে ও নাইটওয়াচ ম্যান ডোনাল্ড তিরিপানোর উইকেট হারায় জিম্বাবুয়ে। দুজনকেই শুন্য রানে বিদায় করেন নাঈম হাসান।
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়ে প্রথম ইনিংসঃ ২৬৫/১০ (১০৬.৩ ওভার)
(আরভিন ১০৭, মাসভাউরে ৬৪; নাঈম ৪/৭০, রাহি ৪/৭১)
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৫৬০/৬ (১৫৪ ওভার) (ইনিংস ঘোষণা)
(মুশফিক ২০৩*, মুমিনুল ১৩২, শান্ত ৭১, লিটন ৫৩; এনডিলোভু ২/১৭০)
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসঃ ৯/২ (৫ ওভার)
(কাসুজা ৮*, টেলর ১*; নাঈম ২/৪)