ভারতের কাউকে নিয়ে ভাবছেন না সালমা

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে উড়ন্ত সূচনা পেয়েছে ভারত। উদ্বোধনী ম্যাচে তারা হারিয়ে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। সোমবার সেই ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।
টুর্নামেন্ট শুরুর আগে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বাংলাদেশ নারী দলের অধিনায়ক সালমা খাতুন। তিনি জানিয়েছেন, ভারতের বিশেষ কোনো খেলোয়াড়কে নিয়ে পরিকল্পনা নেই তাদের।

সালমা বলেছেন, ‘ভারতের কোনও খেলোয়াড়কে নিয়ে আমরা চিন্তিত নই। ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটা দেখেছি। ভালো ম্যাচ হয়েছে। তবে আমরা নিজেদের খেলা নিয়ে ভাবছি। ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যেতে চাই।’
বিশ্বকাপ শুরুর আগে ব্রিসবেনে দুই সপ্তাহের ক্যাম্প করেছে বাংলাদেশ। এই প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট সালমা। তাঁর বিশ্বাস বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে।
বাংলাদেশ অধিনায়কের ভাষ্য, ‘আমরা অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহ আগে এসেছি। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দলের সবাই ভালো ছন্দে আছে। আমরা আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। এখন আসল লড়াইয়ে ভালো করতে উন্মুখ।’
প্রস্তুতি ম্যাচে পাকিস্তানকে হারানোর ফলে আত্মবিশ্বাস বেড়েছে বলে জানালেন সালমা। তিনি বলেছেন, ‘পাকিস্তানকে হারিয়ে আমাদের আত্মবিশ্বাস বেড়ে গেছে। সেদিন আমাদের ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব কিছুই ভালো হয়েছে। বিশ্বকাপের আগে জয় পেয়ে আমরা উচ্ছ্বসিত।’
সালমা বাংলাদেশ নারী দলের প্রত্যেককে দলের সেরা খেলোয়াড় বলে মনে করেন সালমা। তাঁর বিশ্বাস সবাই নিজের জায়গা থেকে ভালো করতে পারলে এর সুফল পাবে বাংলাদেশ।