এশিয়া একাদশে খেলবেন কোহলিসহ চার ভারতীয়?
ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচে অংশ নেবেন বিরাট কোহলিসহ চার ভারতীয় ক্রিকেটার। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়ার (বিসিসিআই) একটি সূত্রের বরাত দিয়ে এমনটা জানাচ্ছে টাইমস অব ইন্ডিয়া।
ভারতের অধিনায়ক কোহলি ছাড়া বাকি তিন ক্রিকেটার হলেন ওপেনার শিখর ধাওয়ান, পেসার মোহাম্মদ শামি ও স্পিনার কুলদিপ যাদব। এই চার জন ক্রিকেটারের নাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠিয়েছেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।

বিসিবি এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করার সময় তিনি বলেন, 'এই মুহূর্তে আমরা কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করতে চাচ্ছি না।'
আগামী ১৮ এবং ২১ মার্চ ঢাকার শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ।
এই সিরিজে এশিয়া একাদশের হয়ে খেলবেন বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও ভারতের তারকা ক্রিকেটাররা।
এখনও এক মাসের কম সময় আছে বিসিবির হাতে। দ্রুতই এই দুটি স্কোয়াড তৈরি করবে সংশ্লিষ্টরা। ইতোমধ্যেই বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছে বিসিবি।