ডমিঙ্গোর কণ্ঠে নতুন সংস্কৃতির গান
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
টেস্ট ক্রিকেটে স্পিনিং উইকেট প্রথা থেকে পুরোপুরি সরে না আসলেও ধীরে ধীরে আবু জায়েদ রাহি, আল আমিন হোসেন বা এবাদত হোসেনদের মতো পেসারদের কাজে লাগাতে চাইছে বাংলাদেশ। সাদা পোশাকের ক্রিকেটে এমন পরিবর্তনের হওয়ার ইতিবাচক দিক তুলে ধরেছেন রাসেল ডমিঙ্গো।
শুক্রবার বাংলাদেশ দলের কোচ বলেন, 'আমরা যখন ভারত, পাকিস্তান বা অস্ট্রেলিয়াতে যাই, তখন আমরা জানি না যে আমাদের তিন পেসার কারা হবে। কেননা পেসাররা তেমন ম্যাচই খেলে না। আমরা জানি, অস্ত্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আমরা স্পিনে সফল হবো।

তবে আমাদের ভালো উইকেটেও খেলতে হবে। যেন আমরা দলে পেসার খেলাতে পারি এবং ব্যাটসম্যানরাও বড় রান করতে পারে। তারা যদি কঠিন উইকেটে খেলে তাহলে রান করতেও ভুগবে।'
স্পিনিং উইকেটে খেলা হলে কিছুটা মানসিক চাপে থাকেন পেসাররা। এই চাপ থেকে তাদের মুক্তি দিয়ে সেরাটা আনার পক্ষে দক্ষিণ আফ্রিকান এই কোচ।
ডমিঙ্গো আরও বলেন, 'স্পিনিং উইকেটে খেলা হলে পেসাররাও অনিশ্চয়তায় ভোগে। ওরা চিন্তা করে যে ওরা হয়তো ভালো বোলার না।'
অস্ত্রেলিয়া, দক্ষিণ আফ্রিকায় খেলতে গেলে এমন স্পিনিং উইকেটে খেলা তেমন কোনো কাজে আসবে না বাংলাদেশের, মনে করছেন ডমিঙ্গো। তিনি বলেন, 'আমি বিশ্বাস করি, আমাদের ভালো উইকেটে খেলা উচিত। তাহলে আমরা দেশ এবং দেশের বাইরে উন্নতি করতে পারব। স্পিনিং উইকেটে খেললে দেশের বাইরে আমাদের সম্ভাবনা কম।'