promotional_ad

বেসিন রিজার্ভে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শুক্রবার (২১ ফেব্রুয়ারী) ওয়েলিংটনের বেসিন রিজার্ভে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৪টায়।


টেস্ট সিরিজের আগে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ৫-০ ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ড। এরপর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ায় কিউইরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে জিতে নেয় কেন উইলিয়ামসনের দল।


এবার তারা সাদা পোষাকে লড়াইয়ের অপেক্ষায়। টেস্টে দুই দলই শক্তিধর। তবে টেস্ট চ্যাম্পিয়নশীপে রাজত্ব করছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত। ওয়ানডে বিশ্বকাপের পর এখন পর্যন্ত কোন টেস্ট হারেনি ভারত।  



promotional_ad

ওয়ানডে সিরিজ হারের পর টেস্ট সিরিজে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারত। নিজেদের শক্তির প্রমাণ দিতে প্রস্তুত ভারতীয়রা। অন্যদিকে পিছিয়ে নেই কেন নিউজিল্যান্ডও। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিউজিল্যান্ডের পেস বোলিংয়ের মূল ভরসা ট্রেন্ট বোল্ট।


এই ম্যাচে অভিষেক হতে পারে নিউজিল্যান্ডের ডানহাতি পেসার কাইল জেমিসনের। তিনি নিউজিল্যান্ড দলে জায়গা পেয়েছেন ওয়াগনারের বদলে। বাড়তি বাউন্সের কারণে এই পেসারকে ওয়েলিংটনে খেলাবে নিউজিল্যান্ড। স্পিনার হিসেবে ড্যারি মিচেল এবং আজাজ প্যাটেলের মধ্যে থেকে যেকোনো একজনকে বেছে নেবেন উইলিয়ামসন।


কিছুদিন আগেই লিগম্যান্টে চোট পেয়েছেন ভারতের পেসার ইশান্ত শর্মা। যদিও তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে ভারত। তিনি না খেলতে পারলে একাদশে ফিরবেন আরেক পেসার উমেশ যাদব। উইকেটরক্ষকের ভূমিকায় ঋদ্ধিমান সাহার চেয়ে কোহলিদের কাছে অনেকটাই এগিয়ে রিশাভ পান্ত। তাঁকেই উইকেটের পেছনে দেখা যেতে পারে ওয়েলিংটনে।


নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): টম ল্যাথাম, টম ব্লান্ডেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, হেনরি নিকোলস, বিজে ওয়াটলিং, কলিন ডি গ্র্যান্ডহোম, ড্যারি মিচেলআজাজ প্যাটেল,  টিম সাউদি,  কাইল জেমিসন এবং ট্রেন্ট বোল্ট।



ভারত একাদশ (সম্ভাব্য): মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা/উমেশ যাদব, মোহাম্মদ শামি এবং জাসপ্রিত বুমরাহ।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball