ক্রিকেটে অস্কার জিতলেন সাকিব!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলচিত্র নয়, ক্রিকেটে অস্কার পেয়েছেন সাকিব আল হাসান। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেরা বোলিং ফিগারের জন্য এই পুরস্কার জিতেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
২০১৩ সালে সিপিএলে প্রথম আসরে ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব। ম্যাচটি ছিল ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর বিপক্ষে। বাংলাদেশের এই অলরাউন্ডার খেলেছিলেন বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে।

সাকিবের এই স্পেলই এখন পর্যন্ত সিপিএলের সব আসর মিলিয়ে সেরা বোলিং ফিগার। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সিপিএলের অফিসিয়াল পেজে ঘোষণা এই পুরস্কার। সেই সঙ্গে সেই স্পেলের ভিডিও আপলোড করেছে তারা।
গেল বছর ২৯ অক্টোবর ২ বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব। এর মধ্যে এক বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না বিশ্বসেরা এই অলরাউন্ডার। পরের বছর ক্রিকেটে ফিরতে পারলেও আইসিসির সকল নির্দেশনা মেনে চলতে হবে তাকে।
যে কারণে সব ধরনের ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব। বর্তমানে পরিবার সহ যুক্তরাষ্ট্রে আছেন এই অলরাউন্ডার। ২০১৮ সালে তিনটি ম্যাচে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন সাকিব।
যার কোনোটি আইসিসি বা বিসিবিকে অবগত করেননি সাবেক হয়ে যাওয়া বাংলাদেশের সাবেক টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক। ২০২০ সালের ২৯ অক্টোবর শেষ হবে তার নিষেধাজ্ঞা। এরপরই মাঠে ফিরতে পারবেন সাকিব।