promotional_ad

শান্তর ডাবল সেঞ্চুরিতে জয়ের পথে মধ্যাঞ্চল

ছবিঃ ওয়ালটন
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে নাজমুল হোসেন শান্তর অপরাজিত ডাবল সেঞ্চুরিতে দক্ষিণাঞ্চলকে ৫০৭ রানের বিশাল লক্ষ্য দিয়েছে মধ্যাঞ্চল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে চার উইকেটে ১৫৯ রান করেছে দক্ষিণাঞ্চল। শেষদিনে জয়ের জন্য আরও ৩৪৮ রান প্রয়োজন তাদের।


দক্ষিণাঞ্চলের হয়ে উইকেটে আছেন শামসুর রহমান শুভ (৪৪) ও নাসুম আহমেদ (১)। ওপেনার এনামুল হক বিজয় ফিরে যান ৮৩ রানে। এছাড়া ফজলে রাব্বি করেন ২৫ রান। মধ্যাঞ্চলের হয়ে দুটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।


এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ৩৮৫ রান করে ইনিংস ঘোষণা করেছে মধ্যাঞ্চল। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।


১২১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে মধ্যাঞ্চল। আগের দিনের সেঞ্চুরিয়ান শান্ত তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন এদিন। ৩১০ বল খেলে ২৫টি চার ও নয়টি ছক্কায় ২৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি।



promotional_ad

তাঁকে সঙ্গ দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাবিদ হোসেন। মধ্যাঞ্চল তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৩৫ রান। জবাবে দক্ষিণাঞ্চল চার উইকেটে ১১৪ রান তুলেই ইনিংস ঘোষণা করে।


মূলত প্রতিপক্ষকে .০৫ পয়েন্ট বোনাস না দেয়ার জন্যই এই কৌশল প্রয়োগ করে দক্ষিণাঞ্চল। বিসিএলের নিয়ম অনুযায়ী কোনো দল যদি ১০০ ওভারের মধ্যে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিতে পারে তাহলে .৫০ পয়েন্ট বোনাস পাবে। 


সংক্ষিপ্ত স্কোরঃ


মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ২৩৫/১০ (৮২.২ ওভার) (মার্শাল ১১৬, মুস্তাফিজ ৩০*; মেহেদি ৩/৭৮, শফিউল ২/২৪)  


দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ  ১১৪/৪ (২৮.২ ওভার) (ইনিংস ঘোষণা) (নুরুল ৪৮*, শামসুর ২৫; ইফরান ২/৪২, শুভাগত ১/০) 



মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ৩৮৫/৮ (১০৭ ওভার) (ইনিংস ঘোষণা) (শান্ত ২৫৩*, রকিবুল ৩৯; নাসুম ৪/৮৫, শফিউল ২/৪৮) 


দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ  ১৫৯/৪ (৫২ ওভার) (বিজয় ৪৪*, শামসুর ৪৪*; মিরাজ ২/৫৫)
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball