অধিনায়কত্বের মেয়াদ জানেন না মুমিনুল!

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
গত বছরের শেষদিকে ভারত সফরের আগে টেস্ট অধিনায়কত্ব পান মুমিনুল হক। তবে অধিনায়কত্বের মেয়াদ সম্পর্কে এখনও পুরোপুরি জানেন না তিনি। ক্রিকবাজকে দেয়া একটি সাক্ষাৎকারে জানালেন, দীর্ঘমেয়াদী অধিনায়ক হলেই সুবিধা তাঁর।
ভারত সফরের আগে আচমকা সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব আল হাসান। নিয়মিত টেস্ট অধিনায়ক নিষিদ্ধ হওয়ার পর হুট করেই মুমিনুলকে অধিনায়কত্বের দায়িত্ব দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অধিনায়ক হিসেবে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে তিনটিতেই ইনিংস পরাজয় দেখেছেন মুমিনুল। দুটি ম্যাচ ভারতের বিপক্ষে এবং একটি ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।
সম্প্রতি ক্রিকবাজকে মুমিনুল বলেন, 'আমাকে এখনও এই ব্যাপারে জানানো হয়নি। দীর্ঘমেয়াদি অধিনায়ক বলতে আমি যা বুঝি তা হচ্ছে শুধুমাত্র অধিনায়কত্ব নয়, আরও কিছু বিষয় এখানে নিয়ন্ত্রণ করা লাগে।
তাহলে বিষয়টি সহজ হয়ে যায়। আপনি সেভাবে পরিকল্পনা করতে পারবেন। ক্রিকেটাররা কী চায়, আপনি তাদের কীভাবে ব্যবহার করবেন, টিম ম্যানেজমেন্টের চাওয়া কী সবই বুঝতে পারবেন।'