শান্ত ২৫৩*, মধ্যাঞ্চলের ইনিংস ঘোষণা

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) তৃতীয় রাউন্ডের ম্যাচে দক্ষিণাঞ্চলকে ৫০৭ রানের বিশাল লক্ষ্য দিয়েছে মধ্যাঞ্চল। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে নিজেদের দ্বিতীয় ইনিংসে আট উইকেটে ৩৮৫ রান করে ইনিংস ঘোষণা করেছে মধ্যাঞ্চল। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
১২১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে মধ্যাঞ্চল। আগের দিনের সেঞ্চুরিয়ান শান্ত তাঁর ক্যারিয়ারের সেরা ইনিংস খেলেন এদিন। ৩১০ বল খেলে ২৫টি চার ও নয়টি ছক্কায় ২৫৩ রান করে অপরাজিত থাকেন তিনি।
তাঁকে সঙ্গ দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান জাবিদ হোসেন। মধ্যাঞ্চল তাদের প্রথম ইনিংসে সংগ্রহ করে ২৩৫ রান। জবাবে দক্ষিণাঞ্চল চার উইকেটে ১১৪ রান তুলেই ইনিংস ঘোষণা করে।

মূলত প্রতিপক্ষকে .০৫ পয়েন্ট বোনাস না দেয়ার জন্যই এই কৌশল প্রয়োগ করে দক্ষিণাঞ্চল। বিসিএলের নিয়ম অনুযায়ী কোনো দল যদি ১০০ ওভারের মধ্যে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিতে পারে তাহলে .৫০ পয়েন্ট বোনাস পাবে।
সংক্ষিপ্ত স্কোরঃ
মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ২৩৫/১০ (৮২.২ ওভার) (মার্শাল ১১৬, মুস্তাফিজ ৩০*; মেহেদি ৩/৭৮, শফিউল ২/২৪)
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ১১৪/৪ (২৮.২ ওভার) (ইনিংস ঘোষণা) (নুরুল ৪৮*, শামসুর ২৫; ইফরান ২/৪২, শুভাগত ১/০)
মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ৩৮৫/৮ (১০৭ ওভার) (ইনিংস ঘোষণা) (শান্ত ২৫৩*, রকিবুল ৩৯; নাসুম ৪/৮৫, শফিউল ২/৪৮)