প্রস্তুতি ম্যাচ হলো না সালমাদের

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপের আগে থাইল্যান্ডের নারীদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ মিলেছিল বাংলাদেশ নারী দলের। তবে থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নামার সুযোগ হলো না সালমা খাতুনের দলের।
ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে এ দিন বৃষ্টির কারণে টসও অনুষ্ঠিত হয়নি। ফলে ড্রেসিং রুমে বসে অলস সময় পার করতে হয়েছে মেয়েদের।

বৃষ্টির কারণে অবশ্য ভারত-পাকিস্তান নারীদের মধ্যকার ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে। এই ম্যাচটিতেও টস অনুষ্ঠিত হয়নি।
২০ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ আছে জাহানারা আলম-নিগার সুলতানাদের। এরপর ২৬ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা করবে বাংলাদেশের মেয়েরা।
গ্রুপ পর্বে ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং শ্রীলঙ্কার নারীদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। আরেকটি গ্রুপে খেলবে ইংল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।