promotional_ad

আক্ষেপ ফুরাচ্ছে না বিষ্ণইয়ের

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে একাই বাংলাদেশের ব্যাটসম্যানদের চেপে ধরেছিলেন ভারতের লেগ স্পিনার রবি বিষ্ণই। দারুণ বোলিং করেও ভারতকে জেতাতে ব্যর্থ হয়েছেন তিনি।


যদিও ১৭ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন তিনি। এই পুরস্কারও তাঁকে হারের দুঃখ ভোলাতে পারছে না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, শেষ পরীক্ষায় তারা পাশ করতে পারেননি।



promotional_ad

বিষ্ণই বলেছেন, ‘কিছুটা হতাশা তো থাকবেই। আমরা শেষ পরীক্ষায় পাস করতে পারিনি। পুরো টুর্নামেন্টে আমাদের দল ভালো খেলেছে। তবে ফাইনালে জিততে পারলে শেষটা নিখুঁত হতো।’


বাংলাদেশের বিপক্ষে ফাইনালের শেষে টাইগার ক্রিকেটারদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে ৫টি সাসপেনশন পয়েন্ট পেয়েছেন ভারতের এই স্পিনার। এই ঘটনার কথা আর মনে করতে চান না বিষ্ণই। তিনি বলেছেন, ‘এ নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। যা ঘটেছে তা এখন অতীত। এর সঙ্গে নিজেকে আর জড়াতে চাই না।’


যুব বিশ্বকাপের হতাশা ভুলে কদিন পড়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মাঠে নেমে পড়বেন বিষ্ণই। এবারের আসরে তিনি কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন। বিশ্বের অন্যতম সেরা এই ফ্র্যাঞ্জাইজি লিগে খেলার জন্য রোমাঞ্চিত তিনি।



এই স্পিনার বলেছেন, ‘আইপিএলে অনিল কুম্বলে স্যারের অধীনে দারুণ সময় কাটাবো। সেজন্য আমি রোমাঞ্চিত। তার কাছ থেকে যত বেশি সম্ভব শিখতে চাই, তার নির্দেশনায় নিজের বোলিংকে আরও শাণিত করতে চাই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball