আকবরদের নিয়ে আরেক বিশ্বকাপের পরিকল্পনা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
অনূর্ধ্ব-১৯ শিরোপাজয়ী দলের ক্রিকেটারদের ২০২৩ বিশ্বকাপের জন্য পরিচর্যা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।
এ ছাড়া অনূর্ধ্ব-১৯ দলের পরবর্তী স্কোয়াড আগামী চার মাসের মধ্যে প্রস্তুত করা হবে বলে নিশ্চিত করেছেন তিনি। সেই লক্ষ্যে ৩০-৩৫ জনকে ইতোমধ্যে বাছাই করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে সুজন বলেছেন, 'তাদের ২০২৩ বিশ্বকাপে জন্য তৈরি করা হবে। এ ছাড়া অনূর্ধ্ব-১৯ দলের জন্য ইতিমধ্যে আমরা ৩০-৩৫ জনকে বাচাই করে রেখে দিয়েছি। সেখান থেকে ভারতের অনুষ্ঠেয়ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে জন্য তৈরি করা হবে।'
আকবর আলীদের বিশ্বকাপ জয় দেশের ক্রিকেটের জন্যই বড় নিদর্শন বলে মনে করেন সুজন। তিনি বলেছেন, 'এটা ক্রিকেটের জন্য বড় নিদর্শন। আমাদের গেম ডেভেলপমেন্টের অধীনে অনেক খেলা হয়, এটাই তার ফল। অনূর্ধ্ব-১৪,১৫,১৬ তিনটা লেভেলে খেলা হয়। সেই সাথে ৬৪ জেলায় সারা বছর খেলা হয়।'
বিশ্বকাপজয়ী দলের মধ্য থেকেই সাকিব আল হাসানের মতো একজন অলরাউন্ডার বের করার তাগিদ সুজনের। এছাড়া সেরা একজন ব্যাটসম্যান খুঁজে বের করতে হবে বলেও মনে করেন তিনি। যে ব্যাটসম্যান সেরা ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ দশে রাজত্ব করবেন।
এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'সাকিবের মতো আমাদের আরেকটা অলরাউন্ডার তৈরি করতে হবে। এছাড়াও বিশ্বে সেরা দশ ব্যাটসম্যানদের মধ্যে বাংলাদেশের একজনকে থাকতে হবে। আর বিশ্বকাপজয়ী এই খেলোয়াড়দের মধ্যে সে সামর্থ্য রয়েছে।'