আকবরদের ডমিঙ্গোর উপদেশ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। বিশ্বকাপজয়ী দলটির বেশ কয়েকজন ক্রিকেটারকে সম্ভাবনাময় ভাবলেও বাংলাদেশ জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন তাদের অনেকদূর যেতে হবে।
দীর্ঘদিন দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ আছে আকবর আলী, মাহমুদুল হাসান জয়দের। তাই তাদের সঠিক পরিচর্যার আহ্বান জানিয়েছেন ডমিঙ্গো। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

বাংলাদেশের যুবাদের সাফল্যে গর্বিত জাতীয় দলের এই কোচ। এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেছেন, 'অসাধারণ অর্জন। আমি টিমের সাফল্যে গর্বিত। কোচরা পরিশ্রম করেছে আর ছেলেরা যা করে তাতো বিশাল ব্যাপার।'
ডমিঙ্গো বাংলাদেশ যুব দলের ক্রিকেটারদের মনে করিয়ে দিয়েছেন, তাদের লড়াই কেবল শুরু হয়েছে। এখনও লম্বা পথ পাড়ি দিতে হবে তাদের। আর যুব ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটের পার্থক্যটাও মনে রাখার কথা বলেছেন তিনি।
ডমিঙ্গোর ভাষ্যমতে, 'অনুর্ধ-১৯ এবং আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে বিশাল ফারাক। তাদের অনেক দূর যেতে হবে। তবে যুবাদের নিয়ে ভাবতে হবে। দুই বছর ভাল ভাবে কাজ করতে হবে। ঘোরোয়া ক্রিকেটে তাদের অনেক ভাল করতে হবে।'