ধোনির সঙ্গে আমার তুলনা করা বাড়াবাড়িঃ আকবর

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অধিনায়ক এবং উইকেটরক্ষক হিসেবে ভারতকে দুই ফরম্যাটে দুটি বিশ্বকাপ জিতিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। অধিনায়ক এবং উইকেটরক্ষক হিসেবে বাংলাদেশকে যুব বিশ্বকাপ জিতিয়েছেন আকবর আলী। বাংলাদেশ যুব বিশ্বকাপ জেতার পর থেকেই আকবরকে তুলনা করা হচ্ছে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে, যেটার ঘোর বিরোধিতা করেছেন স্বয়ং আকবরই!
ঠাণ্ডা মাথায় অধিনায়কত্ব করে থাকেন ধোনি। বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ের নেপথ্যে থাকা আকবরও ঠাণ্ডা মাথার অধিনায়ক। ঠিক তুলনা না হলেও মূলত এই কারণেই দুজনের নাম একসঙ্গে নিয়ে থাকে মিডিয়া।

এ ছাড়া ২০১১ বিশ্বকাপের ফাইনালে ৭৯ বলে ৯১* রানের অসাধারণ একটি ইনিংস খেলে ম্যাচ সেরা নির্বাচিত হন ধোনি। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।
এবার আকবরও দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়েন। ব্যাট হাতে খেলেন ৭৭ বলে অপরাজিত ৪৩ রানের দারুণ একটি ইনিংস।
মিডিয়া দুজনের নাম একসঙ্গে নেয়ার এটিও একটি কারণ। যদিও এমন তুলনা পছন্দ হয়নি আকবরের। বিশ্বকাপ জিতে দেশে ফিরে গণমাধ্যমকে তিনি বলেন, 'ধোনির সঙ্গে তুলনা করা বাড়াবাড়ি। একটি ইনিংস দেখে কখনোই তুলনা করতে পারেন না।'