বর্ষসেরা ক্রিকেটার হলেন ওয়ার্নার

ছবি: ছবিঃ ক্রিকেট অস্ট্রেলিয়া

|| ডেস্ক রিপোর্ট ||
স্টিভেন স্মিথকে পেছনে ফেলে ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘অ্যালান বোর্ডার মেডেল’ জিতেছেন ডেভিড ওয়ার্নার। তিনি বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন এই ওপেনার। সোমবার (১০ ফেব্রুয়ারি) তাঁর হাতে পুরষ্কার তুলে দেয়া হয়েছে।
মূলত ক্রিকেটার, আম্পায়ার ও সংবাদকর্মীদের ভোটে নির্ধারিত হয়েছে এই পুরষ্কার। স্মিথের চেয়ে মাত্র এক ভট এগিয়ে থেকে এই পুরষ্কার পেয়েছেন ওয়ার্নার। গত বছর এই পুরষ্কার জিতেছিলেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স।

মেয়েদের ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘বেলিন্ডা ক্লার্ক অ্যাওয়ার্ড’ জিতেছেন নারী দলের অলরাউন্ডার এলিস পেরি। এ ছাড়া বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন অ্যালিসা হিলি।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত করা হয়েছে মার্নাস ল্যাবুশেনকে। সাদা পোষাকের ক্রিকেটে তিনি গত বছর সর্বাধিক রানসংগ্রাহক হয়েছেন। এমন দুর্দান্ত পারফরম্যান্সই তাঁকে পুরষ্কার এনে দিয়েছে।
এছাড়া ওয়ানডের বর্ষসেরা হয়েছেন অ্যারন ফিঞ্চ। সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার ‘ব্র্যাডম্যান ইয়াং ক্রিকেটার’ উঠেছে ওয়েজ অ্যাগারের হাতে। আর ঘরোয়া ক্রিকেটের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন শন মার্শ।