promotional_ad

শুধু ক্রিকেট না, ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অর্জনঃ পাপন

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের শিরোপা জয় শুধু ক্রিকেটেই নয়, দেশের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।


সোমবার (১০ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন, বিসিবি সভাপতি। আকবর আলী-মাহমুদুল হাসানদের ফিটনেস এবং ফিল্ডিং নিয়ে অনেক আগে থেকে কাজ করায় এই সাফল্য এসেছে বলে বিশ্বাস তাঁর। 



promotional_ad

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেছেন, 'প্রত্যেকটা বল, অ্যাকশান দেখলে মনে হয় ওরা জেতার জন্য তাদের জানটা দিয়ে দিচ্ছে। ফিল্ডিং অসাধারণ। ফিটনেস এবং ফিল্ডিংয়ে অল্প বয়স থেকেই আমরা জোর দিয়ে থাকি। সবকিছু মিলিয়ে এই সাফল্য এসেছে। এটা আমি মনে করি শুধু ক্রিকেট না বাংলাদেশের ক্রীড়াঙ্গনে সবচেয়ে বড় অর্জন।'


গত দুই বছর ধরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছিল বিসিবি। বিশ্বকাপের আগে তাদের ত্রিশটিরও বেশি যুব ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ করে দিয়েছিল দেশের ক্রিকেটের এই অবিভাবক সংস্থা। এ কারণেই দলটিকে নিয়ে আশাবাদী ছিলেন বলে জানালেন বিসিবি সভাপতি।


তিনি বলেছেন, ‘আমরা একটা জিনিস বুঝতে পেরেছিলাম কোথায় ঘাটতি ছিল। সেটা মাথায় রেখে আমরা চিন্তা করি এই বিশ্বকাপ শুরুর আগেই যদি পরিকল্পনা করতে পারি আলদাভাবে কিছু করা যায় কিনা। সেই ধারাবাহিকতায় অনেক আগে থেকেই পরিকল্পনা শুরু করি। বিদেশের কন্ডিশনে ভালো করতে পারি না। সেজন্য অনেক ওয়ানডে খেলিয়েছি। এই দলটা চ্যাম্পিয়ন হওয়ার মতো সেটা আমরা জানতাম।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball