ওপেন করতে প্রস্তুত সাইফ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
কয়েকদিন আগেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। টেস্ট ওপেনার হিসেবে তামিম ইকবালের সঙ্গে সাইফ হাসানকে দেখতে চান তিনি। কোচের কথায় প্রস্তুত হয়েছেন সাইফও।
ঘরোয়া ক্রিকেটে ইনিংস উদ্বোধনের অভিজ্ঞতা আছে সাইফের। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান পাকিস্তানে।

পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়ার আগে সাইফ বলেন, 'ওপেনার হিসেবে চ্যালেঞ্জিং তো অবশ্যই। যদিও আমি ঘরোয়া ক্রিকেটে ওপেনিং করে এসেছি তাই ইনশাআল্লাহ তেমন সমস্যা হবে না। আর যতো তাড়াতাড়ি আমি মানিয়ে নিতে পারব সেটা আমার এবং দলের জন্য ভালো হবে।
প্রস্তুতি আমাদের অনেক ভালো ছিল। আমরা বিসিএলের একটা রাউন্ডে অনেক ভালো ম্যাচ খেলেছি। আর অনুশীলনও বেশ ভালো হয়েছে, ম্যাকেঞ্জি ছিল, কুক ছিল। সবমিলিয়ে ভালো প্রস্তুতি আমাদের।'
ডমিঙ্গো অবশ্য নিশ্চয়তা দিয়ে কিছু বলেননি। তবে প্রধান কোচ গণমাধ্যমে যেভাবে ব্যাখ্যা করেছেন তাতে সাইফের ওপেন করতে নামা অনেকটাই নিশ্চিত।
তিনি বলেছিলেন, 'এই মুহূর্তে ঠিক করা আছে, মুমিনুল চারে ব্যাট করবে। আমি হয়তো শান্তকে তিনে খেলাব। তামিমের সঙ্গে ওপেন করবে সাইফ। পাঁচ-ছয়ে খেলতে পারে মোহাম্মদ মিঠুন ও (মাহমুদউল্লাহ) রিয়াদ। লিটন সম্ভবত খেলতে পারে সাতে।'