promotional_ad

জিম্বাবুয়ের বিপক্ষে খেলবেন মুশফিক, তবে..

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিরাপত্তার কারণে পাকিস্তানের মাটিতে খেলতে যাননি মুশফিকুর রহিম। খেলার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে। কিন্তু হ্যামস্ট্রিং ইনজুরি বাঁধা হয়ে দাঁড়ায় ডানহাতি এই ব্যাটসম্যানের জন্য। 


চোট কাটিয়ে এবার বিসিএলের দ্বিতীয় রাউন্ডে মাঠে ফিরছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টেও খেলার ব্যাপারে আশাবাদী বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। তবে তাঁকে স্কোয়াডে রাখা না রাখার বিষয়টি নির্বাচকদের ওপর ছেঁড়ে দিয়েছেন।


বিপিএলে হ্যামস্ট্রিংয়ে পাওয়া চোট থেকে এখনও পুরোদমে সেরে ওঠেননি মুশফিক। রবিবার থেকে চোট নিয়েই অনুশীলন শুরু করেন অভিজ্ঞ এই ক্রিকেটার। এক সাক্ষাতকারে জানিয়েছেন, মঙ্গলবার অথবা বুধবার ফিটনেস পরীক্ষা দেবেন তিনি।



promotional_ad

জিম্বাবুয়ে সিরিজে মাঠে ফেরার জন্য নিজেকে তৈরি করছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। মুশফিক বলেন,`মঙ্গলবার অথবা বুধবার ফিটনেস পরীক্ষা দেব যদি সব ঠিক থাকে। বিসিএলের দ্বিতীয় রাউন্ডে খেলবো। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলার কোনো কারণ আমি দেখছি না।' 


`নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। দলে সুযোগ পাওয়া না পাওয়া আমার হাতে নেই। তবে আমার চেষ্টা থাকবে ওদের বিপক্ষে খেলার। শুধু টেস্ট না তিন ফরম্যাটই খেলতে চাই। সুযোগ পেলে সেরাটা দিয়েই খেলবো।' মুশফিক আরও যোগ করেন।


চলতি সপ্তাহে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর ফিরে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট। এরপর আবারও এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট। টানা তিন টেস্টের জন্য স্কোয়াডে পরিবর্তন আনার ব্যাপারে বেশি আগ্রহী নন কোচ ডমিঙ্গো। 


নিজেই জানিয়েছেন, ব্যাটিং লাইন-আপ ঠিক করার কথা। মাঝে জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টের জন্য তাই মুশফিক থাকছেন কিনা সেটা পরিষ্কার করেননি ডমিঙ্গো। প্রোটিয়া এই কোচ বলেন, `আমাদের মনে রাখতে হবে যে, মুশফিক সবশেষ ম্যাচে রান পেয়েছে। আবার একই সঙ্গে আমাদের এটাও বিবেচনা করতে হবে যে, একটা ব্যাটিং লাইনআপ ঠিক করা।'



`এক ম্যাচের জন্য এর পরিবর্তন করা আবার তৃতীয় টেস্টের জন্য পরিবর্তন করা…। আমি ছেলেদের টানা খেলার সুযোগ দিতে চাই, আবার আমাদের এটাও বিবেচনায় রাখতে হবে যে, ভারতে মুশফিক ছিল আমাদের সেরা খেলোয়াড়।' ডমিঙ্গো আরও যোগ করেন।


চলতি মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। যেখানে একটি টেস্ট ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলবে সফরকারীরা। ২২ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে সিরিজের একমাত্র টেস্ট। যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতার বাইরে।


এরপর ১-৬ মার্চ চট্টগ্রামে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ৯ এবং ১১ মার্চ হবে সিরিজের দুটি টি-টোয়েন্টি। দুটি ম্যাচই হবে মিরপুর স্টেডিয়ামে। সফরে অংশ নিতে ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। ২৭ দিনের সফর শেষে ১২ মার্চ দেশে ফেরার কথা রয়েছে তাদের



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball