তামিমময় ম্যাচে ইনিংস ব্যবধানে জিতল পূর্বাঞ্চল

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) তামিম ইকবালের ট্রিপল সেঞ্চুরির ম্যাচে মধ্যাঞ্চলকে ইনিংস এবং নয় রানের ব্যবধানে হারিয়েছে পূর্বাঞ্চল। নিজেদের দ্বিতীয় ইনিংসে মধ্যাঞ্চল অলআউট হয়েছে ৩৩৩ রানে। পূর্বাঞ্চলের স্পিনার নাঈম হাসান নেন ছয় উইকেট।
আগের দিন তিন উইকেটে ১১৫ রান করা মধ্যাঞ্চল এদিন এগিয়ে গিয়েছে মোহাম্মদ মিঠুন ও তাইবুর রহমানের ব্যাটে ভর করে। দুজন মিলে গড়েছেন ১১৩ রানের জুটি।
চোট পেয়ে তাইবুর মাঠ ছাড়লে মিঠুনকে সঙ্গ দিতে আসেন শুভাগত হোম। নাঈমের বলে মিঠুন ফিরে যান ৮৩ রানে। শুভাগতর ব্যাটে আসে ৩৫ রান। পুনরায় মাঠে ফিরে আসা তাইবুর শেষ পর্যন্ত করেন ৬২ রান।

প্রথম ইনিংসে মধ্যাঞ্চল অলআউট হয় ২১৩ রানে। সাইফ হাসানের ৫৮ এবং তাইবুর রহমানের ৪৬ রানের ইনিংসটি ছাড়া উল্লেখযোগ্য আর কোনো ইনিংস ছিল না মধ্যাঞ্চলের।
পূর্বাঞ্চলের স্পিনার তাইজুল ইসলাম নেন পাঁচ উইকেট। দুটি করে উইকেট নেন আবু জায়েদ রাহি ও নাঈম হাসান।
জবাবে পূর্বাঞ্চলের নিজেদের প্রথম ইনিংসে দুই উইকেটে ৫৫৫ রান করে ইনিংস ঘোষণা করে। তামিম ইকবাল করেন অপরাজিত ৩৩৪ রান। মুমিনুল হক করেন ১১১ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ
মধ্যাঞ্চল প্রথম ইনিংসঃ ২১৩/১০ (৭৫.১ ওভার)
(সাইফ ৫৮, তাইবুর ৪৬; তাইজুল ৫/৫৮, রাহী ২/৩৮)
পূর্বাঞ্চল প্রথম ইনিংসঃ ৫৫৫/২ (১৩৯.৫ ওভার) (ইনিংস ঘোষণা)
(তামিম ৩৩৪*, মুমিনুল ১১১; হোম ১/১৬২)
মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ৩৩৩/১০ (১০৯.২ ওভার)
(মিঠুন ৮৩, তাইবুর ৬২, শান্ত ৫৪; নাঈম ৬/৮৫)