তিন সেঞ্চুরিতে চালকের আসনে দক্ষিণাঞ্চল

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম লেগের ম্যাচে শাহরিয়ার নাফিস, শামসুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে উত্তরাঞ্চলের সামনে ৪৫৪ রানের বিশাল সংগ্রহ ছুঁড়ে দিয়েছে দক্ষিণাঞ্চল। জবাবে তৃতীয় দিন শেষে উত্তরাঞ্চল সংগ্রহ করেছে বিনা উইকেটে ২২ রান।
ম্যাচ জিততে শেষদিনে দলটির প্রয়োজন আরও ৪৩২ রান, হাতে আছে সবগুলো উইকেট। মিজানুর রহমান (১৫*) ও রনি তালুকদার (৭*) শেষদিনের খেলা শুরু করবেন।
এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৩৯৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান নাফিস ও শামসুর দুজনই সেঞ্চুরি করেন।
১২টি চারে ১১১ রান করে আরিফুল হকের বলে ফিরে যান নাফিস। ১১টি চারে ১০৯ রান করা শামসুরকেও ফেরান এই পেস অলরাউন্ডার।

এরপর মাহমুদউল্লাহর সঙ্গে জুটি গড়তে উইকেটে আসেন এনামুল হক বিজয়। আগের দিন আহত হয়ে মাঠ ছাড়া বিজয়ও তুলে নেন হাফ সেঞ্চুরি। মাহমুদউল্লাহর সঙ্গে ১৫৫ রানের হার না মানা জুটি গড়েন তিনি।
বিজয় অপরাজিত থাকেন ৬৪ রানে। ৭০ বলে আটটি চার ও পাঁচটি ছক্কায় বরাবর ১০০* রান করেন মাহমুদুল্লাহ। অভিজ্ঞ এই ব্যাটসম্যান সেঞ্চুরি করার পর ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ২৬২/১০ (৬৭.৪ ওভার)
(রাব্বি ১২৫, মাহমুদউল্লাহ ৩১; সুমন ৩/৬৭)
উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ ২০৭/১০ (৭৭.১ ওভার)
(আরিফুল ৫৮*, রনি ৫৫; শফিউল ৬/৪০, রাজ্জাক ৪/৭২)
দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ৩৯৮/৩ (১০২ ওভার) (ইনিংস ঘোষণা)
(নাফিস ১১১, শামসুর ১০৯, মাহমুদউল্লাহ ১০০*, বিজয় ৬৪*; আরিফুল ২/৫১)
উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ২২/০ (৬ ওভার) (লক্ষ্য ৪৫৪ রান)
(মিজানুর ১৫*, রনি ৭*)