তামিম-শাহাদাতের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াকু পুঁজি

ছবি: ছবি- আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচে বড় সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান তামিম এবং মিডল অর্ডার দুই ব্যাটসম্যান তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু পুঁজি পেয়েছে আকবর আলীর দল। এই তিন ব্যাটসম্যানই হাফ সেঞ্চুরি করেছেন।
পচেফস্ট্রমে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় স্বাগতিকরা। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকাকে ২৬২ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। তামিম ৮০, হৃদয় ৫১ এবং শাহাদার অপরাজিত ৭৪ রান করেছেন।
আগে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তামিম এবং পারভেজ হোসেন ইমন। নতুন বল এবং পাওয়ার প্লের গুরুত্বপূর্ণ সময় পার করেন তারা দুই জন। দলকে ৬০ রানের উদ্বোধনী জুটি এনে দেন তামিম-ইমন। ইনিংসের ১৩তম ওভারে ২১ রান করা ইমন আউট হলেও একপ্রান্ত ধরে রাখেন তামিম।

ইমনের বিদায়ের পরপরই সাজঘরের পথ ধরেন তিনে নামা মাহমুদুল হাসান জয়। মাত্র ৩ রান করেন তিনি। তৃতীয় উইকেটে হৃদয়কে নিয়ে দলের রান বাড়াতে থাকেন তামিম। ৫৭ রানের জুটি গড়েন তাঁরা দুই জন। ৮৪ বলে ৮০ রানের ইনিংস খেলে আউট হন তামিম। এরপর শাহাদাতের সঙ্গে জুটি গড়েন হৃদয়।
১০২ রানের জুটি গড়েন মিডল অর্ডার এই দুই ব্যাটসম্যান। ৭৩ বলে ৫১ রানের ইনিংস খেলে হৃদয় আউট হলেও ৭৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শাহাদাত। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমে ১ রানেই সাজঘরের পথ ধরেন শামিম হোসেন। শেষের দিকে ১১ বলে ১৬ রান করেন অধিনায়ক আকবর আলী। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৬১ রানে শেষ হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইনিংস।
দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন পিকো মোলেটসেন। একটি উইকেট পেয়েছেন টিয়ান ভ্যান ভুরেন।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ঃ ৫০ ওভারে ২৬১/৫ (তামিম ৮০, শাহাদাত ৭৪*; মোলেটসেন ২/৪১, ভুরেন ১/৪৬)।