মৃত্যুঞ্জয়ের ইনজুরিতে কপাল খুলল মেহরাবের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বাংলাদেশ যুব দলের অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। কাঁধের চোট তাকে যুবাদের এই বিশ্ব আসরের মাঝ পথ থেকে দেশে ফিরতে বাধ্য করেছে।
তাঁর বদলি হিসেবে এসএম মেহরাব হোসেন যুবাদের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর নাম ঘোষণা করে। মেহরাব হোসেন বাঁ হাতি ব্যাটসম্যান ও ডান হাতি অফ স্পিনার।

কদিন আগে মৃত্যুঞ্জয়ের বদলি হিসেবে পেসার রুয়েল মিয়াকে পাঠানোর চিন্তা ছিল বিসিবির। বেশ কয়েকটি সূত্র বিষয়টি নিশ্চিতও করেছিল। তবে শেষ পর্যায়ে মেহরাবকে দক্ষিণ আফ্রিকা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
চলতি যুব বিশ্বকাপে গ্রুপ পর্বের ৩ ম্যাচের দুই জয়ে ৫ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষে বাংলাদেশের যুবারা। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সুপার লিগে তাদের প্রতিপক্ষ স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ দল: আকবর আলী(অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), তানজিদ হাসান তানিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, এসএম মেহরাব হোসেন, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, শামিম হোসেন, তানজিম হাসান সাকিব, অভিষেক দাস, শরিফুল ইসলাম, মোহাম্মদ শাহিন আলম , রকিবুল হাসান ও হাসান মোরাদ।