promotional_ad

পাকিস্তান সফরে না যাওয়ার কারণ জানালেন মুশফিক

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন মুশফিকুর রহিম। শুক্রবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ব্যক্তিগত কারণে আসন্ন পাকিস্তান সফর থেকে নাম সরিয়ে নিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, পাকিস্তান সফর থেকে নিজের নাম সরিয়ে নিতে শুক্রবার (১৭ জানুয়ারি) বিসিবিকে চিঠি দিয়েছেন মুশফিক। 


আকরাম বলেন, ‘আমরা আজ একটি চিঠি পেয়েছি মুশফিকের কাছ থেকে। সে পুরো পাকিস্তানে সফর থেকেই নিজের নাম সরিয়ে নিয়েছে ব্যক্তিগত কারণে।’



promotional_ad

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই পাকিস্তান যাবে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তানে যাচ্ছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।


পেস বোলিং কোচ না থাকায় বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের কোচ চম্পাকা রামানায়েকে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান যাচ্ছেন। কদিন আগেই দক্ষিণ আফ্রিকার দায়িত্ব নিতে বাংলাদেশ ছেড়েছেন চার্ল ল্যাঙ্গেভেল্ট।


এরপর থেকে বাংলাদেশের পেস বোলিং কোচের পদটি খালি আছে। বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার দৌড়ে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ ওটিস গিবসন এবং নেটি হাওয়ার্ড।


পাকিস্তান সফরে যাচ্ছেন না বাংলাদেশের স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভেটোরি এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। বাংলাদেশের স্পিনারদের দেখভাল করতে কনসালটেন্ট হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে বিসিবির স্পিন বোলিং কোচ সোহেল ইসলামকে।



বাংলাদেশ দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনেরও পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না। তিনি আঙুলের ইনজুরিতে আছেন। তাঁর বদলি হিসেবে দেশি ট্রেনার তুষার কান্তি হাওলাদারকে নিয়ে যাওয়া হচ্ছে।


বাংলাদেশের প্রোটিয়া ফিজিও জুলিয়ান ক্যালেফাতো পাকিস্তান সফরে যেতে রাজি হয়েছেন। এখনও নিশ্চিত হয়নি কম্পিউটার এনালিস্ট শ্রিনিভাস চন্দ্রশেখরন পাকিস্তান সফরে যাবেন কিনা। তবে বিসিবি তাঁকে ছাড়াই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে পাকিস্তান সফরের জন্য।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball