promotional_ad

পাকিস্তান সফর নিয়ে সমালোচনার কিছু দেখছেন না পাপন

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। দুবাইয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বৈঠকের মাধ্যমে সফরটি নিয়ে সমঝোতায় পৌঁছান।


যদিও কদিন আগেই বিসিবি সভাপতি জানিয়েছিলেন, তারা শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে চান পাকিস্তানের মাটিতে। বুধববার (১৬ জানুয়ারি) দেশে ফিরে পাপন জানিয়েছেন তারা আগের অবস্থানেই আছেন। যদিও বিষয়টি নিয়ে খোলাসা করে কিছু বলেননি তিনি। এই সফর নিয়ে সমালোচনার কিছু দেখছেন না বিসিবি সভাপতি।



promotional_ad

পাপন বলেছেন, 'আমরা আমাদের আগের অবস্থানেই আছি। যারা সমালোচনা করেছেন কেনো করছেন সেটা তারাই ভাল জানেন। বাড়তি ওয়ানডে খেলা না খেলা নিয়ে কথা হওয়ার কারণ দেখি না।পিসিবি সিরিজের ক্ষতি পুষিয়ে নিতে ওটা বাড়তি যোগ করেছে।'


নাজমুল হাসানের কথায় বোঝা যাচ্ছে একপ্রকার বাধ্য হয়েই পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। দুবাইয়ে দুই বোর্ডে সভায় উপস্থিত ছিলেন পিসিবির সিইও ওয়াসিম খানও। এই বৈঠকে দুই পক্ষের সমঝোতায় সাহায্য করেছেন আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর। 


তিন ভাগে পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজটি খেলবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচটি নতুন সংযোজন। ২৪ জানুয়ারি লাহোরে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।



একই ভেন্যুতে ২৫ এবং ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে বাকি দুটি ম্যাচ। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোর। টি-টোয়েন্টি খেলে দেশে ফিরবে বাংলাদেশ। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলবে বাংলাদেশের। তবে দুই ভাগে টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হবে।
 
৭-১১ ফেব্রুয়ারি রাউলাপিন্ডিতে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর দেশে ফিরে আসবেন মাহমুদউল্লাহ-তামিমরা। এরপর এপ্রিলে হবে তৃতীয়ভাগ। ৫-৯ এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball