promotional_ad

চট্টগ্রামের চেয়ে মানসিকভাবে পিছিয়ে রাজশাহী

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || 


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সের বিপক্ষে ২৭ রানের ব্যবধানে হেরে সরাসরি ফাইনালে ওঠার সুযোগ হারিয়েছে রাজশাহী রয়্যালস। দ্বিতীয় কোয়ালিফায়ারে দলটির প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।


এই ম্যাচের আগে চট্টগ্রামের চেয়ে রাজশাহী রয়্যালস মানসিকভাবে পিছিয়ে আছে বলে মনে করছেন দলটির ম্যানেজার তারেক আজিজ। এ কারণে দ্বিতীয় প্লে অফের আগে দলকে মানসিকভাবে চাঙ্গা করার চেষ্টা করছেন তারা। যেকোনো মূল্যে চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে খেলতে চায় রাজশাহী।



promotional_ad

এ প্রসঙ্গে তারেক আজিজ বলেন, ‘চট্টগ্রামের চেয়ে মানসিকভাবে আমরা পিছিয়ে আছি, তবে আমরা ভালো ক্রিকেট খেলেই এখানে এসেছি। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন উত্থান-পতন থাকেই। আপনারা জানেন আমরা আজ বেশকিছু চিত্তবিনোদনমূলক কার্যক্রম করেছি, যা আমাদের মানসিকভাবে ফুরফুরে রাখতে পারে। আশা করি আমরা জিততে পারব এবং ফাইনাল খেলব।’


যদিও চট্টগ্রামের স্কোয়াডে ক্রিস গেইলের উপস্থিতি রাজশাহীর মনোবল কমিয়ে দিয়েছে বলে মনে করেন তারেক আজিজ। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার মনে করেন, গেইল একাই যেকোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তাই ক্যারিবিয়ান এই ব্যাটসম্যানের ঝড় থামানোর পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চান তিনি।


গেইলকে নিয়ে পরিকল্পনার কথা জানিয়ে রাজশাহীর টিম ম্যানেজার বলেছেন, ‘গেইলের বিপক্ষে প্রতিপক্ষ সবসময়ই একটা পরিকল্পনা করে। গেইল যখন একা একটা ইনিংস খেলে, ম্যাচটাকে নিজের করে নিতে পারে। সে জায়গায় তার বিপক্ষে পরিকল্পনা তো থাকবেই, পরিকল্পনা আসলে প্রতিটি দলই করে, প্রয়োগ কেমন হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। আমাদের মনোযোগ সে জায়গায়টায় থাকবে যেন প্রয়োগটা বোলার এবং ফিল্ডার হিসেবে ঠিকঠাক করতে পারি। প্রয়োগটা যদি ঠিকমতো হয় আমার মনে হয় গেইলও আউট হয়। সুতরাং প্রয়োগের একটা ব্যাপার থাকে।’
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball