স্থায়ীভাবে বিপিএল হয়ে যাচ্ছে বঙ্গবন্ধু বিপিএল

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের নামকরণ করা হয়েছিল বঙ্গবন্ধু বিপিএল নামে। তবে এখন থেকে বিপিএলের নাম চিরস্থায়ী ভাবেই থাকছে বঙ্গবন্ধু বিপিএল।
বিপিএলের নাম এবার থেকে চিরস্থায়ী ভাবে বঙ্গবন্ধু বিপিএল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (১২ জানুয়ারি) বোর্ড সভা শেষে একথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেন, 'বিপিএল এবার আমরা করেছিলাম বঙ্গবন্ধু বিপিএল। আমরা এটা চালিয়ে যাবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটার নাম বঙ্গবন্ধু বিপিএলই থাকবে। এই বছরতো বটেই। কারণ এটা জন্মশত বার্ষিকীর বছর। স্থায়ী ভাবে এই নামটাই থেকে যাবে।'
ফ্রেঞ্চাইজিদের সঙ্গে বিভিন্ন ইস্যুতে বনিবনা না হওয়ায় চলতি বছর ফ্রেঞ্চাইজি ছাড়াই মাঠে গড়িয়েছে বঙ্গবন্ধু বিপিএল। এবারের আসরে অংশ নেয়া সাতটি দলেরই তত্ত্বাবধানে আছে বিসিবি।
প্রত্যেকটি দলের সঙ্গেই স্পন্সর যুক্ত করা হয়েছে। দলগুলোর সঙ্গে আছেন বিসিবির একজন করে মোট ৭জন পরিচালক। তারাই দলগুলোর দেখভাল করছেন বিসিবির পক্ষ থেকে।