ঝুলেই থাকলো বাংলাদেশের পাকিস্তান সফরের ভাগ্য

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নিরাপত্তা ইস্যুতে পাকিস্তান সফরে যাওয়া নিয়ে সংশয় এখনও কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জানিয়েছে, সরকার চায় না লম্বা সময়ের জন্য বাংলাদেশ পাকিস্তান সফরে যাক।
এই বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) জানাবে বিসিবি। রবিবার (১২ জানুয়ারি) বিসিবির বোর্ড সভা শেষে একথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেছেন, 'পাকিস্তান সফর নিয়ে আমরা নিরাপত্তা দলের পরামর্শ পেয়েছি। প্রতিটি সফরের আগে সরকারের একটি জিও লাগে। সেটার জন্য আমরা বেদন করেছিলাম। সেখানে পুরো সূচিটাই ছিল। এখন পর্যন্ত কাগজটা আমাদের হাতে পৌঁছায়নি। তবে আমরা একটি স্ক্রিনশট পেয়েছি জানতে পেরেছি এখানে কি কি পয়েন্ট আছে। তারা বলছে মধ্য প্রাচ্যের যে এখনকার পরিস্থিতি, সেটা যেকোনো সময়ের থেকে আলাদা। এই কারণে যতটা সংক্ষিপ্ত (সফর) করা যায় সেটার কথাই বলেছে। তারা বলেছে টি-টোয়েন্টি তিনটি যত তাড়াতাড়ি সম্ভব খেলে চলে আসতে। পরে পরিস্থিতি উন্নয়ন হলে টেসট খেলা যাবে।'

বাংলাদেশ শুধু টি-টোয়ান্টি সিরিজ খেলতে চায় এবারের সফরে। এরপর টেস্ট সিরিজ নিয়ে ভাবতে চান তারা। রবিবার বোর্ড সভা শেষে পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর কথা ছিল বিসিবির। কিন্তু সরকারের সিদ্ধান্তে সফরটি ঝুলেই রইল।
বিসিবির এই বার্তায় স্পষ্ট হয়ে গেল, যতই পাকিস্তান সফরের দিনক্ষণ এগিয়ে আসুক সফরটি নিয়ে ধোঁয়াশা কাটছে না। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী জানুয়ারির তৃতীয় সপ্তাহে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের।
এই সফরে ৩টি টি-টোয়েন্টি এবং ২টি টেস্ট খেলার কথা রয়েছে বাংলাদেশের। যদিও বিসিবি চাইছে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলতে। নিরাপত্তা ইস্যুতে টেস্ট সিরিজটি পরে খেলার জন্য পিসিবিকে প্রস্তাব দেয় বিসিবি।
পিসিবি অবশ্য এই প্রস্তাবে রাজি নয়। পুরো সিরিজ একসঙ্গে আয়োজন করতে চায় পাকিস্তান। সেটা না হলে আগে টেস্ট সিরিজ খেলতে চায় পাকিস্তান।