কেন্দ্রীয় চুক্তিতে নাম না রাখতে মাশরাফির অনুরোধ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নতুন বছরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে নাম না রাখতে অনুরোধ করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। রবিবার (১২ জানুয়ারি) বোর্ড সভা শেষে একথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আগে থেকেই কেন্দ্রীয় চুক্তিতে ওয়ানডে অধিনায়ক মাশরাফির থাকা না থাকা নিয়ে ধোঁয়াশা ছিল। মাশরাফির অনুরোধ মেনে নিয়েছে বিসিবি। তাই এবার তাঁকে ছাড়াই কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা তৈরি করতে চলেছে বিসিবি।

এ প্রসঙ্গে নাজমুল হাসান বলেন, 'মাশরাফির সঙ্গে আমার কথা হয়েছে এই মিটিং শুরু হওয়ার আগে। সে বলেছে কেন্দ্রীয় চুক্তিতে তাকে না রাখতে। সে খেলার মধ্যে আছে কেন্দ্রীয় চুক্তিতে থাকতে চায় না। তাহলে অন্য নতুন কেউ সুযোগ পাবে। আমরা এটা মেনে নিয়েছি। কেন্দ্রীয় চুক্তিতে মাশরাফির নাম থাকছে না।'
মূলত নতুন কেউ যেন চুক্তিতে সুযোগ পান সে কারণে নিজের নাম সরিয়ে নিয়েছেন মাশরাফি। যদিও বিসিবির এই বৈঠকে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের নাম চূড়ান্ত হয়নি। কারণ নতুন বেশ কয়েকজন খেলোয়াড়কে তারা যুক্ত করতে চান।
কেন্দ্রীয় চুক্তি নিয়ে বিসিবি সভাপতি বলেন, 'কেন্দ্রীয় চুক্তি নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি। খেলোয়াড়দের তালিকা আজকে একটা দেয়া হয়েছিল আমরা একটু আপডেট করতে বলেছি। কারণ বেশ কিছু কার্ভ আছে। বোর্ডে সবাই আলোচনা করে দেখেছি কিছু পরিবর্তন হওয়া দরকার। নতুন কিছু খেলোয়াড় যারা একটু ভালো খেলছে তাদেরও চুক্তিতে আনা যায় কিনা সেই জিনিসটা দেখা।'