জয়ের বিকল্প কিছু ভাবনায় নেই চট্টগ্রামের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট টেবিলে তিন নম্বরে থেকে প্লে অফের টিকেট পেয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এলিমিনেটরে তাদের প্রতিপক্ষ ঢাকা প্লাটুন। এই ম্যাচের জয়ের বিকল্প কিছু ভাবছে না চট্টগ্রাম।
ফাইনালে জায়গা করে নিতে এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ারে জয় পেতে হবে চট্টগ্রামকে। দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলতে ঢাকা প্লাটুনের বিপক্ষে জয়টিও দরকার। তাই তারা এই ম্যাচটিকেই টার্গেট করছে আপাতত।

রবিবার সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে দলটির উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান বলেছেন, 'আমরা যেহেতু নক আউট পর্বে এসে গেছি জেতা ছাড়া আর কোনো বিকল্প নেই আমাদের। পরবর্তী দুটি ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। জেতা ছাড়া আর কোনো উপায় নেই।'
দলগত পারফরম্যান্স দিয়েই চট্টগ্রাম প্লে অফ নিশ্চিত করেছে বলে মনে করেন সোহান। প্লে অফে সেই ধারাবাহিকতা ধরে রেখে একটি একটি ম্যাচ করে এগোতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
সোহান বলেন, 'আমরা অনেক ম্যাচে টিম হিসেবে খেলার কারণে জিততে পেরেছি। যদি ফাইনাল ধরি আমাদের হাতে তিনটি ম্যাচ থাকবে। তিনটা চিন্তা না করে একটা একটা চিন্তা করাই ভালো।'
সোমবার বঙ্গবন্ধু বিপিএলের এলিমিনেটরে ঢাকা প্লাটুনের বিপক্ষে মাঠে নামবে চট্টগ্রাম। ম্যাচটি শুরু হবে দুপুর দেড়টায়। এই ম্যাচে শতভাগ উজার করে দিতে পারলে ফলাফল তাদের পক্ষেই আসবে বলে বিশ্বাস সোহানের।