দিনের সেরাঃ মুজিব উর রহমান
ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবারের সেরা ক্রিকেটার মুজিব উর রহমান। কুমিল্লা ওয়ারিয়র্সকে ম্যাচ জেতাতে বল হাতে বড় ভূমিকা রেখেছেন ১৮ বছর বয়সী এই ডানহাতি স্পিনার।
কুমিল্লার ছুঁড়ে দেয়া ১৪১ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে মাত্র ৩৩ রানের মধ্যেই পাঁচ উইকেট হারায় সিলেট থান্ডার। এরপর ৭০ রানের জুটি গড়েন সোহাগ গাজী এবং নাজমুল হোসেন মিলন।

আগ্রাসী ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছিলেন গাজী। তখনই সিলেট শিবিরে ভীতি ছড়ান মুজিব। তাঁর একই ওভারে ফিরে যান গাজী, মিলন ও নাঈম হাসান।
এর আগে ম্যাচের দ্বিতীয় ওভারে রনি তালুকদারকেও ফেরান মুজিব। সবমিলিয়ে ম্যাচে তাঁর সংগ্রহ চার উইকেট, মাত্র ১২ রান খরচায়। শেষদিকের ব্যাটসম্যানদের প্রচেষ্টায় ম্যাচটি সুপার ওভারে নিয়ে যায় সিলেট।
তাতেও লাভ হয়নি সিলেটের। ঘরের মাঠে খেলতে নামা সিলেটকে নিরাশ হতে হয় মুজিবের দারুণ বোলিংয়ের সামনে। সুপার ওভারে আগে ব্যাটিং করে মুজিবের ওভারে মাত্র ৭ রান করে সিলেটের দুই মারকুটে ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচার এবং শারফান রাদারফোর্ড।
জবাবে অধিনায়ক সৌম্য সরকারের উইকেট হারিয়ে লক্ষ্য তাড়া করেন ডেভিড ভিসে এবং উপুল থারাঙ্গা। দিনের আরেক ম্যাচে রাজশাহী রয়্যালসকে জেতান রবি বোপারা। তবে অসাধারণ বোলিং পারফরম্যান্সে বৃহস্পতিবারের দিনের সেরা অবশ্যই মুজিব উর রহমান।