এবাদতদের নৈপুণ্যে সৌম্যদের নাগালে রাখল সিলেট

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে সিলেট থান্ডারর বিপক্ষে নয় উইকেটে ১৪০ রান করেছে কুমিল্লা ওয়ারিয়র্স।
টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা দারুণ করেছে কুমিল্লা। উদ্বোধনী জুটিতে মাত্র চার ওভারে ৪২ রান তোলেন কুমিল্লার দুই ওপেনার ভ্যান জিল এবং উপুল থারাঙ্গা। পঞ্চম ওভারে এবাদত হোসেনের প্রথম বলে ফিরে যান ভ্যান জিল (১০)।
প্রোটিয়া এই ব্যাটসম্যানকে ফেরাতে দারুণ একটি ক্যাচ লুফে নেন সিলেটের ভারপ্রাপ্ত অধিনায়ক আন্দ্রে ফ্লেচার। ক্যাচটি ধরে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন ফ্লেচার। বাকি সময়টা সিলেটের নেতৃত্ব সামলান মোহাম্মদ মিঠুন।

এরপর তিনে নামা সৌম্য সরকারও সুবিধা করতে পারেননি। কুমিল্লার ভারপ্রাপ্ত অধিনায়ককে মাত্র পাঁচ রানে বিদায় করেন সোহাগ গাজী। এরপর দুর্দান্ত খেলতে থাকা থারাঙ্গাকেও ফেরান সোহাগ গাজী।
লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফেরার আগে লঙ্কান এই ক্রিকেটার করেন ৩১ বলে ৪৫ রান। বিপিএলে ক্রমাগত ব্যর্থ হচ্ছেন ইয়াসির আলী রাব্বি। এই ম্যাচেও শারফান রাদারফোর্ডের শিকার হয়ে দ্রুত মাঠ ছাড়েন তিনি। তাঁর ব্যাটেও আসে পাঁচ রান।
৮৭ রানে চার উইকেট পড়লে বিপর্যয় সামাল দিতে চেষ্টা চালান সাব্বির রহমান ও ডেভিড ভিসে। কিন্তু দুজনই ব্যর্থ হয়েছেন। ভিসে (১৫) এবাদতের বলে লেগ বিফোর উইকেট হয়ে এবং সাব্বির (১৭) রাদারফোর্ডের বলে বোল্ড হয়ে ফিরে যান।
শেষদিকে উইকেটরক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অংকনের ১৪ বলে ১৯ রানের অপরাজিত ইনিংসে এই সংগ্রহ পায় কুমিল্লা। সিলেটের হয়ে এবাদত ও রাদারফোর্ড তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট নেন সোহ??গ গাজী।
সংক্ষিপ্ত স্কোরঃ
কুমিল্লা ওয়ারিয়র্সঃ ১৪০/৯ (২০ ওভার)
(থারাঙ্গা ৪৫, অংকন ১৯*; রাদারফোর্ড ৩/১৯, এবাদত ৩/ ৩৩)