পরপর দুই ওভারে ফিরলেন আফিফ-লিটন

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
রাজশাহী রয়্যালঃ ৫৭/২, ওভার- ৬.৩

ইরফান শুক্কুর ২*, মালিক ৩*; মুস্তাফিজ ১/১৫
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল) সিলেট পর্ব শুরু হয়েছে রাজশাহী রয়্যাল এবং রংপুর রেঞ্জার্সের মধ্যকার ম্যাচ দিয়ে। ম্যাচটিতে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন।
দুই ওপেনারের বিদায়ঃ ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি রাজশাহীর ডানহাতি ওপেনার লিটন দাস। ১৫ বলে তিন চারে ১৯ রান করে রংপুরের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের বলে ফিরেছেন তিনি।
ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলে অফ স্টাম্পের হালকা বাইরে থাকা লাফিয়ে ওঠা বলটি থার্ড ম্যান অঞ্চলে খেলতে গিয়ে ব্যাট বলে টাইমিং করতে পারেননি লিটন। কানায় লেগে উইকেটরক্ষক জহুরুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার।
দারুণ খেলতে থাকা বাঁহাতি ওপেনার আফিফ হোসেনও ফিরেছেন পরের ওভারেই। মোহাম্মদ নবির বল সামনে এসে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হন তিনি। ১৭ বলে ৩২ রান করে আউট হন তিনি।