promotional_ad

হোল্ডারকে রিচার্জের সুযোগ দিল ওয়েস্ট ইন্ডিজ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে জেসন হোল্ডারকে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ সালের ক্লান্তি দূর করতে টেস্ট অধিনায়ককে এই সুযোগ দলটি।


গত বছর টানা খেলার মধ্যে ছিলেন বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডার জেসন হোল্ডার। দলের হয়ে পালা করে খেলে গেছেন তিন ফরম্যাটই। ২০১৯ সালে ৫ টেস্ট, ২৭ ওয়ানডে এবং ৯ টি-টোয়েন্টি খেলেছেন এই অলরাউন্ডার। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দলের জন্য অবদান রেখেছেন তিনি। অলরাউন্ডার হওয়ায় ধকলটা একটু বেশিই গেছে তাঁর উপর দিয়ে।



promotional_ad

যে কারণে সতেজ হয়ে ফিরে আসতে ২৮ বছর বয়সী এই ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। দলটির প্রধান নির্বাচক রজার হারপার এই প্রসঙ্গে বলেন, 'গত বছর টানা খেলার চাপে থাকায় জেসনকে (হোল্ডার) বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই বছর ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ।'


'২০২০ সাল ধরে টেস্ট অধিনায়কের কাছ থেকে সেরা পারফরম্যান্স পাওয়ার জন্য এখনই সুযোগ তাঁকে বিশ্রাম দেয়ার। টেস্ট ক্রিকেটের এক নম্বর অলরাউন্ডার সে এবং সাদা বলের ক্রিকেটে দলের গুরুত্বপূর্ণ সদস্য।' যোগ করেন তিনি।


আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে সিরিজ। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ৯ এবং ১২ জানুয়ারি। এরপর ১৫ জানুয়ারি থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১৮ এবং ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের বাকি দুই ম্যাচ।



ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে স্কোয়াডঃ কাইরন পোলার্ড (অধিনায়ক), সুনীল অ্যামব্রিস, রস্টন চেজ, শেলডন কটরেল, শিমরন হেটমায়ার, শেই হোপ, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, এভিন লুইস, কিমো পল, খ্যারি পিয়েরি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball