ফিল্ডিং আমাদের ভোগাচ্ছেঃ লিটন
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শেষ দুটি ম্যাচে ফিল্ডিং ভালো হয়নি রাজশাহী রয়্যালসের। বেশ কয়েকটি ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন দলটির ফিল্ডাররা। জয়ের ধারা থেকে সরে যাওয়ার পেছনে তাই ফিল্ডিংকেই দায়ী করছেন দলটির ওপেনার লিটন দাস।
মঙ্গলবারের ম্যাচ শেষে লিটন বলেন, 'শেষ দুইটা ম্যাচ আমরা খুব খারাপ খেলেছি। ফিল্ডিং তো চোখে লাগার মতনই। উপরে উঠলেই বল নিচে পড়েছে। টি-টোয়েন্টি ম্যাচে বোলাররা মার খাবে, ব্যাটসম্যানরা রান করবে এটাই স্বাভাবিক।

১৭০-৮০ রান হবেই। কিন্তু ফিল্ডিংটা অনেক কস্টলি হয়ে গেছে আমাদের জন্য। শেষ দুই ম্যাচের কথা যদি বলি হয়তবা যেসব ক্যাচ আমরা ছেড়েছি, ওগুলো ধরতে পারলে রান এতো বড় হতো না।'
ঢাকা প্লাটুনের পর রংপুর রেঞ্জার্সের কাছে হেরে যাওয়া রাজশাহী আসরে এখন পর্যন্ত হেরেছে তিনটি ম্যাচ। আসরে আটটি ম্যাচ খেলে পাঁচ জয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে তারা।
গত দুই ম্যাচে উদ্বোধনী জুটিতে রান তুলতে পারেননি লিটন দাস এবং আফিফ হোসেন। ঢাকার বিপক্ষে এই জুটি ৩৯ রান তুললেও মঙ্গলবারের ম্যাচে লিটন-আফিফ তোলেন ১২ রান। এনিয়ে চিন্তা আছে লিটনেরও।
তিনি আরও বলেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে আসলে পাওয়ার প্লে টা অনেক গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হলে পরের যে ব্যাটসম্যানরা আছে, ওরা ফ্লো থেকে বেরিয়ে যেতে পারে।
যেটা আমাদেরপাঁচ-ছয় ম্যাচে হয়েছিল আরকি। শেষ দুই ম্যাচে হচ্ছে না দ্রুত উইকেট হারানোর কারণে। এই জিনিসটার একটা চাপ হয়তো আছে, পাওয়ার প্লে'তে একটু রান হয়ে গেলে এটা অতো ব্যাপার না।'