promotional_ad

রাজশাহীর বিপক্ষে নাঈম-ডেলপোর্টদের চ্যালেঞ্জিং সংগ্রহ

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে নাঈম শেখের হাফ সেঞ্চুরি ও ক্যামেরন ডেলপোর্ট-লুইস গ্রেগরিদের ক্যামিওতে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ছয় উইকেটে ১৮২ রান করেছে রংপুর রেঞ্জার্স।


মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেননি রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন। মাত্র সাত রান করে আফিফ হোসেনের শিকার হয়ে ফিরে যান তিনি।


অপরপ্রান্তে আগ্রাসী খেলতে থাকেন নাঈম শেখ। ক্যামেরন ডেলপোর্টকে সঙ্গে নিয়ে হাফ সেঞ্চুরিও তুলে নেন তিনি। নাঈম-ডেলপোর্ট মিলে দলের রানের খাতায় ৫৪ রান যোগ করেন।



promotional_ad

১৭ বলে তিনটি চার ও দুটি ছয়ে ৩১ রান করে আফিফের দ্বিতীয় শিকারে পরিণত হন ডেলপোর্ট। আফিফের ওভারেই সমস্ত চার ছয় হাকান ডেলপোর্ট। চার ওভার শেষে ৪০ রান দেন আফিফ।


ডেলপোর্ট ফেরার পর বেশীক্ষণ উইকেটে থাকেননি নাঈম শেখও। আগ্রাসী সূচনা করলেও ভিন্ন ভিন্ন সময়ে দুই সঙ্গীর বিদায় নাঈমের ইনিংসটিকে মন্থর করে দেয়। ম্যাচে তাঁর রান ৪৭ বলে ৫৫। ইনিংসে ছয়টি চার ও একটি ছয়ের মার।


নাঈম ফেরার পর ৩৬ রানের জুটি গড়েন লুইস গ্রেগরি এবং মোহাম্মদ নবি। মোহাম্মদ ইরফানের বলে ফিরে যান গ্রেগরি। ১৭ বলে ২৮ রান করেন তিনি। একই ওভারে ফিরে যান ফাজলে মাহমুদ রাব্বিও (০)।


শেষদিকে মোহাম্মদ নবির ১২ বলে ১৬, আল আমিনের ১০ বলে ১৫* ও জহুরুল ইসলামের ৮ বলে ১৯* রানের ছোটো কয়েকটি কার্যকরি ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় রংপুর।



সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর রেঞ্জার্সঃ ১৮২/৬ (২০ ওভার)
(নাঈম ৫৫, ডেলপোর্ট ৩১, গ্রেগরি ২৮; ইরফান ২/৩৫)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball