আফিফকে খরুচে বোলার বানিয়ে ডেলপোর্টের বিদায়
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাটিং করছে রংপুর রেঞ্জার্স।
আফিফকে খরুচে বোলার বানিয়ে ডেলপোর্টের বিদায়ঃ
অপরপ্রান্তে আগ্রাসী ক্রিকেট খেলেন নাঈম শেখ। ক্যামেরন ডেলপোর্টকে সঙ্গে নিয়ে হাফ সেঞ্চুরিও তুলে নেন তিনি। নাঈম-ডেলপোর্ট মিলে দলের রানের খাতায় ৫৪ রান যোগ করেন।

১৭ বলে তিনটি চার ও দুটি ছয়ে ৩১ রান করে আফিফের দ্বিতীয় শিকারে পরিণত হন ডেলপোর্ট। আফিফের ওভারগুলোতেই সমস্ত চার ছয় হাকান ডেলপোর্ট। চার ওভার শেষে ৪০ রান দেন আফিফ।
পাওয়ার প্লে কাজে লাগালেন নাঈম, ফিরলেন ওয়াটসনঃ
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেননি রংপুরের অধিনায়ক শেন ওয়াটসন। মাত্র সাত রান করে আফিফ হোসেনের শিকার হয়ে ফিরে যান তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
রংপুর রেঞ্জার্সঃ ১০৯/২ (১৩ ওভার)
(নাঈম ৫৫*, গ্রেগরি ১৩*)
রংপুর রেঞ্জার্স একাদশঃ শেন ওয়াটসন (অধিনায়ক), নাঈম শেখ, ক্যামেরন ডেলপোর্ট, লুইস গ্রেগরি, ফজলে মাহমুদ, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), মোহাম্মদ নবি, মুস্তাফিজুর রহমান, আল আমিন জুনিয়র, আরাফাত সানি ও তাসকিন আহমেদ।
রাজশাহী রয়্যালস একাদশঃ লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালি, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, নাহিদুল ইসলাম ও মোহাম্মদ ইরফান।