পাকিস্তানে টেস্ট ফেরাতে ভূমিকা রাখবে বাংলাদেশঃ ওয়াকার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঘরের মাঠে পুরোদমে ক্রিকেট ফিরিয়ে আনতে টেস্ট সিরিজ আয়োজন করতে মরিয়া পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাই বাংলাদেশকে এক প্রকার জোরই করছে তারা। কিন্তু নিরাপত্তার কারণে পাকিস্তানে টেস্ট খেলতে রাজি নয় বাংলাদেশ। যদিও এখনও দুই বোর্ডের মধ্যে টেস্ট সিরিজ নিয়ে আলোচনা চলছে। পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াকার ইউনুসের বিশ্বাস, পাকিস্তানে টেস্ট ফেরাতে ভূমিকা রাখবে বাংলাদেশ।
২০২০ সালের জানুয়ারিতে পাকিস্তানে টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা বাংলাদেশের। কিন্তু শুধু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি খেলতে রাজি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দুই ম্যাচের টেস্ট সিরিজটি নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায় বিসিবি।

এমন পরিস্থিতিতে পাকিস্তানে ক্রিকেট ফিরিয়ে আনতে বাংলাদেশকে অবদান রাখার অনুরোধ জানিয়েছেন দলটির সাবেক অনেক ক্রিকেটারই। পাকিস্তান বর্তমানে নিরাপদ এবং শান্তিপূর্ণ একটি দেশ বলে বাংলাদেশকে আশ্বস্ত করেছেন ওয়াকার ইউনুস।
পাকিস্তানের সংবাদমাধ্যম পাক প্যাশনকে দেয়া এক সাক্ষাৎকারে ওয়াকার বলেন, ‘পাকিস্তান একটি সুন্দর জায়গা, একটি শান্তিপূর্ণ জায়গা এবং আমরা নিয়মিত টেস্ট ক্রিকেট আয়োজন করার জন্য প্রস্তুত। আমি আশাবাদী যে বিসিবি আসন্ন সফর নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেবে। নিয়মিতভাবে পাকিস্তানে টেস্ট ক্রিকেট ফেরাতে বাংলাদেশের এই সফর দারুণ ভূমিকা রাখবে।’
২০২০ সালের ২১ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশে রওয়ানা দেয়ার কথা রয়েছে বাংলাদেশের। কিন্তু বাংলাদেশের অনেক ক্রিকেটার টি-টোয়েন্টি সিরিজও খেলতে চাইছে না পাকিস্তানে। যা নতুন করে ঝামেলায় ফেলেছে বিসিবিকে।