promotional_ad

সিমন্স-জুনায়েদের ব্যাটে চট্টগ্রামের দারুণ সূচনা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সংক্ষিপ্ত স্কোরঃ 


চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ৫৪/০ (৬ ওভার) (জুনায়েদ ২৯*, সিমন্স ২৩*; মুজিব ০/১০, আবু হায়দার ০/৯) 


চট্টগ্রামের উড়ন্ত সূচনাঃ কুমিল্লা ওয়ারির্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন চট্টগ্রামের দুই ওপেনার লেন্ডল সিমন্স এবং জুনায়েদ সিদ্দিকি। তাদের ব্যাটে এরই মধ্যে বিনা উইকেটে পঞ্চাশের কোটা পার করেছে চট্টগ্রাম।



promotional_ad

ইমরুল কায়েসের পরিবর্তে খেলতে নামা জুনায়েদ এই রিপোর্ট লেখা পর্যন্ত ২০ বলে ২৯ রানে অপরাজিত আছেন। যেখানে ৫টি চার মেরেছেন তিনি। আর তাঁর সঙ্গী সিমন্সের সংগ্রহ ১৬ বলে ২৩ রান করেছেন। ৪টি চার মেরেছেন এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান।    


বঙ্গবন্ধু বিপিএলে ৮ ম্যাচে ৬ জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তাদের প্রতিপক্ষ কুমিল্লা ওয়ারিয়র্স ৭ ম্যাচে ২ জয়ে টেবিলের পাঁচে রয়েছে। প্লে অফের স্বপ্ন উজ্জ্বল করতে আজকের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ তাদের জন্য।  


এদিকে চট্টগ্রাম পর্ব শেষে দাশুন শানাকা শ্রীলঙ্কা ফিরে যাওয়ায় কুমিল্লার অধিনায়কত্ব করছেন ইংল্যান্ডের ডেভিড মালান। ভারতের বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে শানাকা ছাড়াও চলে গেছেন ভানুকা রাজাপাকসে। নতুন বিদেশি ক্রিকেটার হিসেবে দলটিতে এসেছেন ডেভিড উইসে, উপুল থারাঙ্গা এবং ভ্যান জিল। 


অপরদিকে আগের কয়েকটি ম্যাচে অধিনায়কত্ব করা ইমরুল কায়েসকে আজ বিশ্রাম দেয়ায় চট্টগ্রামকে নেতৃত্ব দিচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। 



চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশঃ লেন্ডল সিমন্স, জুনায়েদ সিদ্দিকি, চ্যাডউইক ওয়ালটন, রায়ান বার্ল, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটরক্ষক), নাসুম আহমেদ, লিয়াম প্ল্যাঙ্কেট, রুবেল হোসেন, মেহেদী হাসান রানা, পিনাক ঘোষ। 


কুমিল্লা ওয়ারিয়র্স একাদশঃ ভ্যান জিল, ডেভিড মালান (অধিনায়ক), রবিউল ইসলাম, সৌম্য সরকার, সাব্বির রহমান, ডেভিড উইসে, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), মুজিব উর রহমান, আল-আমিন হোসেন, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball