এক ওভার দিয়েই ম্যাচের মোড় ঘুরালেন ওয়াহাব

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা প্লাটুনঃ ১৭৪/৫ (২০ ওভার) (তামিম ৬৮*, আসিফ ৫৫*; রেজা ২/৪৪, মালিক ১/১৩)
রাজশাহী রয়্যালসঃ ৩৯/৩ (৪ ওভার) (আফিফ ২৭*, বোপারা ০*; ওয়াহাব ৩/০)
মালিককেও ফেরালেন ওয়াহাবঃ নিজের করা প্রথম ওভারেই রাজশাহী শিবিরে ধ্বস নামালেন পেসার ওয়াহাব রিয়াজ। লিটন এবং কাপালিকে ফিরিয়ে শোয়েব মালিকের উইকেটটিও তুলে নেন তিনি। ০ রানে ৩ উইকেট নিয়ে রাজশাহীকে বিপদে ফেলেন এই পাকিস্তানি। ৩ বল খেলে শুন্য রান নিয়ে সাজঘরে ফেরত যান মালিক।

ওয়াহাবের দ্বিতীয়ঃ একই ওভারের তৃতীয় বলে অলক কাপালিকে ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার তুলে নেন ঢাকার পাকিস্তানি রিক্রুট ওয়াহাব। রানের খাতা খোলার আগেই জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন কাপালি।
লিটনের বিদায়ঃ ৬ বলে ১০ রান করে ওয়াহাব রিয়াজের বলে জাকের আলীর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন রাজশাহীর ওপেনার লিটন কুমার দাস। ফলে দলীয় ৩৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় রাজশাহী।
এক ওভারে ১৮ রান দিলেন মাশরাফিঃ ঢাকার দেয়া ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেন রাজশাহীর দুই ওপেনার আফিফ হোসেন এবং লিটন দাস। মাশরাফি বিন মুর্তজার প্রথম ওভার থেকে ১৮ রান নেন তারা। যেখানে আফিফই নেন ১৫ রান।
এর আগে বঙ্গবন্ধু বিপিএলের ২৬তম এই ম্যাচে জোড়া হাফ সেঞ্চুরি করেছেন ওপেনার তামিম ইকবাল এবং পাকিস্তানি ব্যাটসম্যান আসিফ আলী। রাজশাহী রয়্যালসের বিপক্ষে এই ম্যাচে ৫২ বলে ৬৮ রানের ইনিংস খেলেন তামিম ইকবাল। যেখানে ৩টি ছক্কা এবং ৪টি চার মারেন তিনি।
অপরদিকে দলের পাকিস্তানি রিক্রুট আসিফের ব্যাট থেকে আসে ২৮ বলে ৫৫ রানের ক্যামিও ইনিংস। ৪টি ছক্কা এবং সমান সংখ্যক চার মারেন ২৮ বছর বয়সী এই ডানহাতি। তামিম এবং আসিফের দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান সংগ্রহ করে ঢাকা প্লাটুন।
ঢাকা প্লাটুন একাদশঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মেহেদী হাসান, মুমিনুল হক, আরিফুল হক, লুইস রিস, আসিফ আলী, সাদাব খান, ওয়াহাব রিয়াজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), হাসান মাহমুদ।
রাজশাহী রয়্যালস একাদশঃ লিটন দাস (উইকেটরক্ষক), আফিফ হোসেন, শোয়েব মালিক, রবি বোপারা, আন্দ্রে রাসেল (অধিনায়ক), অলক কাপালি, নাহিদুল ইসলাম, তাইজুল ইসলাম, ফরহাদ রেজা, মোহাম্মদ ইরফান, কামরুল ইসলাম।