ভারতের চাপে পাকিস্তান সফর বাতিল করছে বাংলাদেশ

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের প্ররোচনা এবং চাপে পাকিস্তান সফরে গড়িমসি করছে বাংলাদেশ, মতামত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশীর। শুধু তাই নয়, এখানে রাজনীতিরও গন্ধ পাচ্ছেন তিনি।
কোরেশীর দাবি বাংলাদেশকে রাজনীতির মারপ্যাঁচে পাকিস্তান সফর বাতিল করার জন্য জোর দিচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত। ক্রিকেট থেকে তাই এই রাজনীতিকে দূরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।

কোরেশী বলেন, 'আমরা বাংলাদেশকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি। মনে হচ্ছে তারা সফরের জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে ভারত তাদেরকে চাপ দিচ্ছে এখানে না খেলার জন্য। বাংলাদেশের উচিত এই সিদ্ধান্ত নিজেদের ইচ্ছায় নেয়া। তারা ভারতের সঙ্গে সখ্যতা গড়তে পারে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে তাদের এই ধরণের রাজনীতি থেকে বিরত থাকা উচিত।'
সম্প্রতি টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফরে গেছে শ্রীলঙ্কা। সেখানে পূর্ণাঙ্গ নিরাপত্তা প্রদান করা হয়েছে তাদের। নিরাপত্তা ইস্যুতে তাই আপাতত কোনো সমস্যা দেখছেন না কোরেশী। শ্রীলঙ্কা দলকে ধন্যবাদ জানাতেও ভোলেননি দেশটির পররাষ্ট্রমন্ত্রী।
কোরেশীর ভাষায়, 'আমরা শ্রীলঙ্কার প্রতি কৃতজ্ঞ যে তারা খেলতে এসেছে। আমরা তাদের খেলোয়াড়দের বক্তব্য শুনেছি। তাঁরা বলেছে যে পাকিস্তানে ক্রিকেট খেলার আদর্শ দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী বছরের শুরুতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ ক্রিকেট দলের।
আগামী বছরের শুরুতে দুটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট (বিসিবি) এখনও সফরটি নিশ্চিত করেনি।