শুরুতেই আক্রমণে যাওয়া ঠিক হয়নিঃ ফ্লেচার

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রংপুর রেঞ্জার্সের বিপক্ষে ইনিংসের দ্বিতীয় বলেই ফিরেছেন আন্দ্রে ফ্লেচার। বিধ্বংসী এই ওপেনার ফেরার পর ম্যাচটিতে নুইয়ে পড়ে সিলেট থান্ডার। স্কোরবোর্ডেও পর্যাপ্ত রান করেনি তাঁরা। ফলে এই ম্যাচেও হারের স্বাদ নিতে হয়েছে তাদের। শুরুতেই এমন আগ্রাসী ভঙ্গিতে খেলা উচিত হয়নি ফ্লেচারের, ম্যাচ শেষে মন্তব্য করেছেন ফ্লেচার নিজেই।
ম্যাচ শেষে ফ্লেচার বলেন, 'আমরা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে খেলতে পারছি না। আমার উইকেট নিয়ে যা বলব দ্বিতীয় বল??? আমার ওভাবে আগ্রাসী খেলা ঠিক হয়নি। আমার সময় নেয়া দরকার ছিল।'

এবারের বিপিএলে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটসম্যান আরাফাত সানির বলে উড়িয়ে মারতে গিয়ে ক্যামেরন ডেলপোর্টকে ক্যাচ দিয়ে ফিরে যান।
ম্যাচটিতে সিলেট করে নয় উইকেটে ১৩৩ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬২ রান করেন মোহাম্মদ মিঠুন। জবাবে ক্যামেরন ডেলপোর্টের ঝড়ো হাফ সেঞ্চুরিতে এই লক্ষ্য সহজেই তাড়া করে রংপুর।
মিঠুনকে দলের অন্য ব্যাটসম্যানরা সঙ্গ দিলে দলীয় সংগ্রহ ১৭০ হওয়াও অসম্ভব ছিল না বলে মনে করেন ফ্লেচার। তিনি আরও বলেন, 'মিঠুন ভালো ব্যাটিং করেছে। কিন্তু বাকিরা কেউ তাঁকে সঙ্গ দিতে পারেনি। ১৭০ এর উপর রান করা দরকার ছিল আমাদের। আরও এক বা দুইজন ব্যাটসম্যান ভালো খেললে আমরা সেটা করতে পারতাম।'
এ দিকে ফ্লেচারকে দ্রুত ফিরিয়ে দেয়ায় উচ্ছ্বসিত হয়েছেন রংপুরের স্পিনার আরাফাত সানিও। তিনি বলেন, 'জয়ের মুহূর্ত সবসময় সুখের। আমরা যে ম্যাচগুলো খেলেছি মোমেন্টামটা ধরতে পারছিলাম না। আজকের শুরুটা যেহেতু ভালো ছিল। ম্যাচটি জেতা সহজ হয়েছে।'