আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন সিডল

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার পিটার সিডল। ১১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন অজি ডানহাতি এই পেসার।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের স্কোয়াডে শুরুতে ছিলেন না সিডল। পরবর্তীতে ইনজুরিতে পড়া জস হ্যাজেলউডের পরিবর্তে তাঁকে দলে ডাকা হয়। কিন্তু মেলবোর্ন টেস্টে খেলেছেন না তিনি। তাই অ্যাশেজ সিরিজের ওভাল টেস্টই হয়ে থাকল তাঁর ক্যারিয়ারের শেষ ম্যাচ।
অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৬৭ টেস্ট, ২০ ওয়ানডে এবং ২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী সিডল। লাল বলের ক্রিকেটে ৩০.৬৬ গড়ে ২২১ উইকেট নিয়েছেন তিনি।

ওয়ানডে ফরম্যাটে ৪৩.৭০ গড়ে ১৭ উইকেট এবং টি-টোয়েন্টিতে ১৯.৩৩ গড়ে ৩ উইকেট রয়েছে ডানহাতি এই পেসারের নামের পাশে।
গত অ্যাশেজ সিরিজেই অবসরের কথা ভাবছিলেন সিডল। পরবর্তীতে ঘরের মাঠে খেলে বিদায় বলতে চেয়েছিলেন তিনি। যদিও সেটা হয়নি, তবু সন্তুষ্ট সিডল।
রবিবার (২৯ ডিসেম্বর) অবসর নেয়ার দিন বলেন, 'জেএল (জাস্টিন ল্যাঙ্গার), পেইনি (টিম পেইন) এবং আমি অ্যাশেজ সিরিজের শুরুতে এই বিষয়ে আলোচনা করেছি। ইংল্যান্ডে অবসর দেয়ার একটা সম্ভাবনা ছিল। কিন্তু পরবর্তীতে ঘরে অবসর নেয়ার ব্যাপারটি মাথায় আসে।'
'আমি অনেকটা নিশ্চিত ছিলাম সেখানে অবসর নিব, কিন্তু সামান্য আশা ছিল অস্ট্রেলিয়ায় পরিবার-বন্ধুবান্ধবের সামনে বিদায় বলার। আমি সে সময় জুয়াটি খেলে খুশি। অবশ্যই সেটা হয়নি। তবে আমি আমার ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট। ছোটবেলায় কখনও ভাবিনি আমি অস্ট্রেলিয়ার হয়ে একটি ম্যাচও খেলব, কিন্তু এখন আমি ৬৭ টেস্ট খেলেছি এবং এই জন্য অনেক খুশি।' যোগ করেন পিটার সিডল।
২০০৮ সালে টেস্ট অভিষেক হয় সিডলের। এক বছর পর ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই অভিষেক হয় তাঁর। সাদা বলের ক্রিকেট তেমন না খেললেও টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।